নরসিংদী প্রতিনিধি: ‘বাংলাদেশ আওয়ামী লীগ ও দেশরত্ন শেখ হাসিনা’ নামক দুটি ফেসবুক পেজ থেকে নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের বিরুদ্ধে মিথ্যা-ভিত্তিহীন পোস্টের মাধ্যমে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা ছাত্রদল।
২৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে নরসিংদী জেলা বিএনপির চিনিশপুর কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এসময় লিখিত বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত।
সংবাদ সম্মেলনে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক রাব্বী মিয়া, সহ-দপ্তর আফজাল হোসেন মোল্লা, প্রত্যয় প্রধান, ছাত্রদল নেতা ইবনে আদেল শশি, সজিব পাল ঝুমনসহ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ এবং দেশরত্ন শেখ হাসিনা নামের দুটি আইডি থেকে আমার ছবি এডিট করে অপপ্রচার চালিয়ে আসছে। যেটিতে এআই টেকনোলজির মাধ্যমে আমার কোমরে পিস্তল সাদৃশ্য বস্তু দেখানো হয়েছে। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া। আমরা থানায় জিডিসহ আইনি ব্যবস্থা গ্রহণ করছি। তাছাড়া দলের পক্ষ থেকে এই বিষয়ে তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available