রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চলাচলের রাস্তা দখলের প্রতিবাদে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন করা হয়েছে। ২৪ ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলা সদরের ইছাখালি এলাকায় পৌরসভার লক্ষীরখীল ও উত্তর ঘাটচেক ৫ নম্বর ওয়ার্ড সর্বস্তরের জনসাধারণের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিল শেষে সমাবেশে সভাপতিত্ব করেন লক্ষীরখীল সমাজ পরিচালনা কমিটির সভাপতি মো. সাহাবুদ্দিন। বক্তব্য দেন সহ-সভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, মঈন উদ্দিন, আবদূর রশিদ, পুতুল আলী, মো. রাসেল, মো. শুক্কুর, মো. তৌহিদ, মো. বাবুল, মো. আবছার, নাজিম উদ্দীন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ দুই কিলোমিটার দীর্ঘ সড়ক দিয়ে গুচ্ছগ্রাম, আদর্শগ্রাম ও লক্ষীরখীল গ্রামের মানুষ চলাচল করেন। কিন্তু সড়কের প্রবেশমুখেই সড়ক ঘেঁষে টিনের বেড়া লাগিয়ে ভেতরে পাকা দেয়াল নির্মাণ করছে স্থানীয় কয়েকজন ব্যক্তি। সমাজ কমিটির পক্ষ থেকে তাদের বাধা দিলেও কাজ থেকে বিরত রাখা যায়নি৷ এমনকি পৌরসভা কার্যালয় ও এসিল্যান্ড বরাবর অভিযোগ দিয়েও থামানো যাচ্ছে না এই দখল প্রক্রিয়া। এর প্রতিবাদ করায় এলাকার জনসাধারণ ও সমাজের নেতৃবৃন্দদের নানাভাবে হয়রানি করা হচ্ছে।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন বলেন, ঘটনাস্থলে গিয়ে মৌখিকভাবে তাদের কাজ করতে মানা করা হয়েছে। এরপরও তারা রাস্তা থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় না রেখে কাজ করলে সড়ক প্রশস্তের সময় তা অবশ্যই ভাঙার মধ্যে পড়বে। বিষয়টি আরও অধিকতর তদারকি করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে তিনি জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available