রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে প্রিয়ন্ত দাশ (১৬) ও শাওন দত্ত (১৭) নামের দুই তরুণ নিখোঁজ হয়েছেন।
২৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের সীতারঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ শাওন চট্টগ্রামের রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণীর ছাত্র। তিনি চট্টগ্রামের সদরঘাট নালাপাড়া জিদান দত্তের ছেলে। প্রিয়ন্ত দাশ শাওনের মাসিতো ভাই।
নিখোঁজদের বন্ধু সালমান আহমেদ জানান, তারা ৯ জন একসাথে রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা মিশন ঘাট থেকে একটি বোট নিয়ে কাপ্তাইয়ে ভ্রমনে আসেন। এরপর তারা কাপ্তাইয়ে কর্ণফুলী নদীর সীতার ঘাট আসার পর ৯ জনের মধ্যে ৪ জন নদীতে গোসলে নামেন। এরপর ২ জন উঠতে পারলেও প্রিয়ন্ত ও শাওন কর্ণফুলী নদীতে তলিয়ে যান।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ জানান, নিখোঁজ দুই তরুণকে উদ্ধারে কাজ চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available