ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে ছয়টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৩৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি ভাটার চিমনি ধ্বংস ও কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
২৪ ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকে ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন পরিবেশে অধিদপ্তর ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত ইটভাটাগুলো হলো- ধামরাইয়ের মাহী এন্টারপ্রাইজ, স্বর্ণ ব্রিকস, সততা ব্রিকস-৪, সততা ব্রিকস- ৫, হিরু এন্টারপ্রাইজ, সোহাগ ব্রিকস, একে ব্রিকস।
উপজেলা প্রশাসন জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের ছাড়পত্র না থাকায় এসব ইট ভাটাকে অর্থদণ্ড দেওয়া হয়।
এরমধ্যে মাহী এন্টারপ্রাইজকে ৫ লাখ, স্বর্ণ ব্রিকসকে ৫ লাখ, সততা ব্রিকস-৪ ৫ লাখ, সততা ব্রিকস- ৫ টাকা, হিরু এন্টারপ্রাইজকে ৭ লাখ, সোহাগ ব্রিকসকে ৭ লাখ ও একে ব্রিকসকে ৭ লাখসহ মোট ৩৪ লাখ জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান উল ইসলাম বলেন, আমরা মাহি ব্রিকসে অভিযানের মাধ্যমে অভিযান শুরু করেছি। ধামরাই উপজেলার বিভিন্ন অবৈধ ইটভাটায় পরিবেশের এবং জেলা প্রশাসনের ছাড়পত্র না থাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। ইতোমধ্যে কয়েকটি ভাটায় নগদ জরিমানাসহ ভাটার যাবতীয় কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available