• ঢাকা
  • |
  • বুধবার ১১ই পৌষ ১৪৩১ সকাল ০৯:২২:২১ (25-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১১ই পৌষ ১৪৩১ সকাল ০৯:২২:২১ (25-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুষ্টিয়ায় জেলের জালে ধরা পড়ল বিশাল আকৃতির কুমির

২৪ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১২:৩৭

কুষ্টিয়ায় জেলের জালে ধরা পড়ল বিশাল আকৃতির কুমির

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে পদ্মা নদীতে জেলেদের মাছ ধরার জালে বিশাল আকৃতির একটি কুমির ধরা পড়েছে।

২৪ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের চাড়ুলিয়া এলাকায় জেলেদের জালে কুমিরটি আটকা পড়ে।

বিষয়টি নিশ্চিত করেন উপজেলা বন বিভাগের কর্মকর্তা জুয়েল আহমেদ ।

জুয়েল আহমেদ বলেন, ‘কুমিরটি দেখে মনে হয়েছে বয়স্ক এবং বিশাল আকৃতির। যত দ্রুত সম্ভব সুস্থ অবস্থায় কুমিরটি পদ্মা নদীর গভীরে নিরাপদ স্থানে অবমুক্ত করার নির্দেশ এসেছে।’

জেলে মফিজ উদ্দিন বলেন, প্রতিদিনের আটজন জেলে পদ্মা নদীতে মাছ ধরতে যান। নদীতে জাল ফেলার কিছুক্ষণ পর টেনে তোলা হয়। জালে মাছ দেখা না গেলেও ভারী ভারী লাগছিল। জাল টেনে তোলার পর দেখতে পায় একটি কুমির আটকা পড়েছে। এরপর কৌশলে জাল টেনে নদীর পাড়ে এনে জাল ও দড়ি দিয়ে মুখ-পা বেঁধে ফেলি। এরপর নৌকা ও বালু বহন করা ছোট গাড়িতে করে ডাঙায় আনা হয়।

তিনি আরও বলেন, পদ্মা ও গড়াইয়ে একমাস ধরে কুমির দেখা যাচ্ছে। প্রতিদিনই জেলেরা অল্প সময়ের জন্য দেখতে পায়। কিন্তু আমাদের জালে ধরা পড়বে সেটি ভাবতে পারেনি।

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) কেন্দ্রীয় সহসভাপতি পাখিপ্রেমী শাহাব উদ্দিন বলেন, নভেম্বরের শেষে পদ্মা-গড়াইয়ের মোহনায় কুমির আছে বলে এলাকার মানুষ জানান। কুমিরকে উৎসুক জনতা যাতে বিরক্ত না করে, সে জন্য নির্দেশনামূলক সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। কুমির ধরার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। কুমিরটি যাতে বাঁচতে পারে, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের অবাধ বিচরণ করতে দিতে হবে। প্রতিটি প্রাণীর বেঁচে থাকার অধিকার আছে।
কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, পদ্মায় কুমির ধরার খবর পাওয়া গেছে। সেটির যথাযথ ব্যবস্থা নিতে বন বিভাগকে জানানো  হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সহ-সমন্বয়ক খালেদকে গুম করা হয়েছিল
২৫ ডিসেম্বর ২০২৪ সকাল ০৮:১৬:৩৯


আজ শুভ বড়দিন
২৫ ডিসেম্বর ২০২৪ সকাল ০৭:৪৭:০৯