• ঢাকা
  • |
  • বুধবার ১১ই পৌষ ১৪৩১ সকাল ১০:১৩:৫২ (25-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১১ই পৌষ ১৪৩১ সকাল ১০:১৩:৫২ (25-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত শ্রমিকদল নেতার মৃত্যু

২৪ ডিসেম্বর ২০২৪ রাত ০৮:২১:৫৮

নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত শ্রমিকদল নেতার মৃত্যু

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পাঁচদোনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত আলম মিয়ার (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।  ২৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ঢাকার একটি বেসরকারি  হাসপাতালে তিনি মারা যান। মৃত আলম মিয়া নরসিংদী সদর উপজেলার বসন্তপুর গ্রামের আলিম উদ্দিনের পুত্র।  তিনি পাঁচদোনা ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি।

এ মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর পাঁচদোনা বাসস্ট্যান্ডে অবরোধ করেছে তার কর্মী-সমর্থকরা। এ সময় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লাল মিয়া মেম্বার ও বিএনপি নেতা মোছাদ্দেকের কর্মী সমর্থকদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখা হয় ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল।

স্থানীয়রা জানায়, গত ১৭ ডিসেম্বর দিবাগত রাতে নরসিংদীর পাঁচদোনায় আধিপত্য বিস্তার, এলাকার নিয়ন্ত্রণ ও সিএনজি স্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লাল মিয়া ও স্থানীয় বিএনপির নেতা মোসাদ্দেক হোসেন গ্রুপের মধ্যকার সংঘর্ষে  গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়। এই সংঘর্ষে আলম মিয়া মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে তাকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে আলম মিয়া মারা যান। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে বিকেলে পুনরায় দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষ মহড়া দেয়। এতে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়াসহ উত্তেজনার ফলে ঢাকা-সিলেট-মহাসড়কের যান চলাচল বন্ধ করে দেয় নেতা-কর্মীরা। পরে পু্লিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর আগে ১৯ ডিসেম্বর মারামারি ঘটনায় লালমিয়া মেম্বারের ছেলে ইব্রাহিম মিয়া বাদী হয়ে মোসাদ্দেককে প্রধান আসামী সহ আরো ১৯ জনকে আসামী করে মাধবদী থানায় একটি মামলা দায়ের করেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত আলম মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়াকে কেন্দ্র করে মহাসড়কে প্রতিবন্ধকতা তৈরি করে তারা। বর্তমানে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে। আর সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলা হত্যা মামলায় রূপান্তরিত হবে। এঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সহ-সমন্বয়ক খালেদকে গুম করা হয়েছিল
২৫ ডিসেম্বর ২০২৪ সকাল ০৮:১৬:৩৯