গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে পরিবহণ চালক ও শ্রমিকদের শব্দদূষণ সচেতনতা ও নিরাপদ সড়ক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১টায় পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. গোলাম কবির। পরিবেশ অধিদপ্তর ও গোপালগঞ্জ পৌরসভার আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় কর্মশালায় তিন শতাধিক পরিবহণ চালক ও শ্রমিক এবং পরিবহণ সংশ্লিষ্টরা অংশ নেন।
এ সময় পুলিশ সুপার মো. মিজানুর রহমান, গোপালগঞ্জ হাসপাতালের তত্ত্বাবধায়ক জিবীতেষ বিশ্বাস, সওজ নির্বাহী প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, বিআরটিএ-এর সহকারী পরিচালক লায়লাতুল মাওয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম রাকিব হোসেন, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, বুয়েটের দুর্ঘটনা রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী মো. সাইফুন নেওয়াজ, গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি-র পরিবেশ বিজ্ঞান ব্যবস্থাপনা বিভাগের সভাপতি ড. মো. রাশেদুজ্জামান, নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ ডা. পলাশ চন্দ্র সরকার, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, গোপালগঞ্জে বিগত এক বছরে সড়কে ১১৯ জন ঝড়েছে। এই পরিবারগুলো এখন অসহায়। সড়কে আর কোনো প্রাণ না যায় সে জন্য আমাদের সচেতন হতে হবে। ভালভাবে প্রশিক্ষণ নিয়ে রাস্তায় নিরাপত্তা নিশ্চিত করে গাড়ি চালাতে হবে।
তিনি আরও বলেন, যারাই ইঞ্জিন চালিত যানবাহন চালাবেন তাদের ৩১ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে সবাইকে লাইসেন্স আওতায় আনতে হবে। এছাড়া দ্রুতগতিতে গাড়ি না চালানো, উচ্চমাত্রার হাইড্রোলিক হর্ন এবং অতিমাত্রায় আলো ব্যবহার করে পরিবেশের তথা মানুষের ক্ষতি না করাসহ ট্র্যাফিক আইন মেনে গাড়ি চালানো উপর জোর দেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available