• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই পৌষ ১৪৩১ রাত ০১:২৬:৩৬ (26-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই পৌষ ১৪৩১ রাত ০১:২৬:৩৬ (26-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

২৫ ডিসেম্বর ২০২৪ সকাল ১১:৫৪:৩৬

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় পুলিশ লাইনস্ ড্রিল শেডে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

সভায় জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও পুলিশ সদস্যরা নিজেদের সামষ্টিক সমস্যাগুলো তুলে ধরেন। পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ধৈর্য সহকারে সকল বক্তব্য শোনেন এবং সমস্যাগুলোর তাৎক্ষণিক সমাধানের জন্য সংশ্লিষ্ট অফিসারদের প্রয়োজনীয় নির্দেশ দেন।

দুপুরে নভেম্বর মাসের বিভিন্ন মামলার অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় পুলিশ সুপার সকল ইউনিটকে ওয়ারেন্ট তামিল, অবৈধ মাদকদ্রব্য এবং অস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদার করার নির্দেশ প্রদান করেন। এতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল স্তরের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের আন্তরিক অংশ গ্রহণে সভাটি কার্যকর ও ফলপ্রসূ হয়।

পুলিশের সেবারমান আরও উন্নত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার লক্ষ্যে এই ধরনের সভাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত দেন পুলিশ সুপার। সভাটি জেলা পুলিশের কার্যক্রমে নতুন দিকনির্দেশনা দেবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ফুলবাড়ীতে ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক
২৫ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৪১:০২





ফুলবাড়িতে ১৯৯ বোতল ফেনসিডিলসহ আটক ২
২৫ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৩:১৭