• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই পৌষ ১৪৩১ রাত ০১:৪২:০০ (26-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই পৌষ ১৪৩১ রাত ০১:৪২:০০ (26-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নোয়াখালীতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতা গুলিবিদ্ধ

২৫ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:৩১:৩১

নোয়াখালীতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতা গুলিবিদ্ধ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় হালিম নামে যুবদলের এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন।

২৪ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আমিশা পাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আবির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হালিম আমিশা পাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব প্রার্থী ছিলেন। তিনি  একই গ্রামের সমির উদ্দিন হাজী বাড়ির মজিবুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় অটোরিকশা চালক হোসেন একই গ্রামের ভূঞা বাড়ির এক ব্যবসায়ীর কাছে পৈতৃক সম্পত্তি বিক্রির কিছু টাকা জমা রাখেন। গত রোববার জমা টাকা আনতে ভূঞা বাড়িতে যান হোসেন। ওই বাড়ি থেকে ফেরার পথে হোসেনকে নারী কেলেঙ্কারির মিথ্যা অপবাদ দিয়ে আটক করে ফিরোজসহ তার সাঙ্গপাঙ্গরা চাঁদা দাবি করে। পরে হোসেন তাদের টাকা দেওয়ার শর্তে ছাড়া পান। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী হোসেনকে টাকা দিতে নিষেধ করেন। এ ঘটনার জের ধরে রোববার রাতে ফিরোজকে একই ওয়ার্ডের শান্ত তার লোকজন নিয়ে মারধর করে। এরপর সোমবার দুপুরের দিকে শান্ত ও তার লোকজন ফিরোজের বাড়িতে হামলা এবং ভাঙচুর করে।    

পরবর্তীতে সোমবার সন্ধ্যার দিকে ফিরোজ তার অনুসারীদের নিয়ে দক্ষিণ আবির পাড়া গিয়ে শান্তর গ্রুপের ওপর হামলা চালায়। এ সময় হালিমকে বেধড়ক পিটিয়ে বুকের ডান দিকে গুলি করে।

গুলিবিদ্ধ হালিমের বড় ভাই আব্দুল হান্নান বলেন, শান্তর নেতৃত্বে কোনো হামলা হয়নি। এলাকাবাসী চাঁদাবাজি প্রতিরোধ করার জন্য ঐক্যবদ্ধভাবে সবকিছু করেন। তার ভাই ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার ভাইয়ের শারীরিক অবস্থা সম্পর্কে ডাক্তার এখনো তাদের কিছুই জানায়নি।  

অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে বিএনপি সমর্থিত অভিযুক্ত ফিরোজ, মামুন, মাসুদ, সাগরের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

সোনাইমুড়ী থানার কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। গুলিবিদ্ধ যুবককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ফুলবাড়ীতে ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক
২৫ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৪১:০২





ফুলবাড়িতে ১৯৯ বোতল ফেনসিডিলসহ আটক ২
২৫ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৩:১৭