নারায়ণগঞ্জ প্রতিনিধি: বিএনপির আমলে সব সময় আপনারা কৃষকদের পণ্য ন্যায্য দামে কিনতে পেরেছেন। কৃষি সবচেয়ে বড় শিল্প। আমরা ৮০ শতাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। তাই তারেক রহমানের নির্দেশ কৃষকদের টাকা দিতে না পারলেও ফ্রিতে কীটনাশক দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।
২৪ ডিসেম্বর মঙ্গলবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন বিএনপির তিনটি ওয়ার্ডের উঠান বৈঠকে স্থানীয় বিএনপির আয়োজনে ৩১ দফা দাবি নিয়ে জনগণের জিজ্ঞাসা আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, কীটনাশক, গো খাদ্যসহ সকল কৃষিপণ্যের দাম তিনগুণ বেড়ে গেছে। বিগত সতেরো বছরে এমন কোনো জায়গা নেই যেখানে দুর্নীতি ঢুকেনি। আপনারা তিনগুণ দাম দিয়ে কিনেও সেটা অরিজিনাল ঔষধ কি না তা জানতেন না।
তিনি আরও বলেন, যাদের গরু-ছাগল আছে তারা চিকিৎসার কথা বলেছেন। গরু-ছাগল বাদ দিন, মানুষের চিকিৎসার ব্যবস্থাই রাখেনি আওয়ামী লীগ সরকার। আমরা গ্রহপালিত পশু পাখি ও অন্যান্য প্রাণীদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা করব। আগেও বিএনপি মানুষের পাশে ছিল এবারও থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available