পলাশ (নরসিংদী) প্রতিনিধি: ধর্মীয় সম্প্রীতি, শুভেচ্ছা বিনিময় ও সমবেত প্রার্থনায় নরসিংদীর পলাশে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যিশু খ্রিষ্টের জন্মদিন (বড়দিন) উদযাপিত হয়েছে।
২৫ ডিসেম্বর বুধবার সকালে জেলার একমাত্র ধর্ম চার্চ ঘোড়াশাল পৌর এলাকার নর্দান স্কুল প্রাঙ্গণে এ.জি চার্চের আয়োজনে এ দিনটি পালন করা হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভায় ধর্মযাজক ও এ.জি চার্চের সভাপতি মাইকেল সুভাসের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো. আবদুল হান্নান ও পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসফিকা হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন নরসিংদীর পুনাকের সভানেত্রী খুরর্শিদা শবনম, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম ফখরুল হোসাইন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার দিলরুবা ইয়াছমিন প্রমুখ। পরে কেক কেটে বড়দিন উৎযাপন করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available