• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ বিকাল ০৩:৫৬:৪০ (05-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ বিকাল ০৩:৫৬:৪০ (05-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

উল্লাপাড়ায় ট্রাকের নিচে চাপা পড়ে ১ জনের মৃত্যু

২৫ ডিসেম্বর ২০২৪ দুপুর ০২:৫০:৪০

উল্লাপাড়ায় ট্রাকের নিচে চাপা পড়ে ১ জনের মৃত্যু

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঢাকা-পাবনা মহাসড়কে গম বোঝাই একটি ট্রাক উল্টে নিচে চাপা পড়ে ট্রাকটির মালিক নুর মোহাম্মাদ নামের এক জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মেরামতের কাজে সহায়তাকারী গাড়ির চালক ও হেলপার দৌড়ে পালিয়ে প্রাণে বাঁচেন।

২৪ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে ঘটনাটি ঘটে। নিহত নুর মোহাম্মাদ চাঁদপুর জেলার জাঙ্গারচর পৌরসভার কোটারচর মহল্লার মৃত আব্দুল জলিল সরকারের ছেলে। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইফুল ইসলাম নূর মোহাম্মদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে গম নিয়ে ট্রাকটি গাইবান্ধা যাওয়ার পথে উল্লাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের পাশে নষ্ট হয়ে যায়। পরে চালক ও হেলপার মিস্ত্রি ডেকে জ্যাক দিয়ে ট্রাকটি তুলে মেরামত করছিলেন। হঠাৎ জ্যাকটি ফসকে গেলে ট্রাকটি উল্টে পাশে পড়ে যায়। এ সময় মিস্ত্রি ও চালক দৌড়ে প্রাণে বাঁচলেও নিচে চাপা পড়েন নুর মোহাম্মাদ।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ ব‌লেন, উল্লাপাড়া ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন হাইও‌য়ে মহাসড়কের পাশে নূর মোহাম্মদ নামে এক ব্যক্তির ট্রাক বিকল হয়। প‌রে রাস্তার পাশেই জ্যাক লাগিয়ে ট্রাকটি মেরামত করা হচ্ছিল। একপর্যায়ে জ্যাকটি ফসকে ট্রাকটি উল্টে যায়। ট্রাকের নিচে আটকা পড়েন ট্রাকের মালিক নূর মোহাম্মদ। এক ঘণ্টা পর ট্রাকের নিচ থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শিবপুরে লটকন বাগান থেকে ৯৬ কেজি গাঁজা উদ্ধার
৫ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৩:২৪:৫৮





দিনাজপুরে ২৫৮ বোতল ফেনসিডিল উদ্ধার
৫ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ০২:৫৮:২২