ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনা উপজেলা বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতার ৫৪তম বিজয় উৎসব উদযাপন উপলক্ষ্যে জনসভায় যাওয়ার পথে অটো গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে মিয়া উচন (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় আরও এক জন ব্যক্তি আহত হয়েছেন।
২৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে স্থানীয় নেতাকর্মীদের সাথে ইটনা পথে উপজেলার মৃগা সুইসগেট স্থানে এ ঘটনা ঘটে। তিনি একই ইউনিয়নের গোবিন্দপুর হাটির মৃত্যু মিয়া চাঁন মিয়ার ছেলে। নিহত মিয়া উচনের দুই মেয়ে এবং স্ত্রী আছে বলে জানা গেছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মিয়া উচন গুরুতর আহত হলে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে দ্রুত ঢাকা নিউরোসায়েন্স মেডিকেল হাসপাতালে রেফার করেন। নিউরোসায়েন্স মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষ আইসিইউর জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করে। এরপর চিকিৎসাধীন অবস্থায় ২৫ ডিসেম্বর বুধবার দুপুর ১২টায় মৃত্যুবরণ করেন। আহত ব্যক্তি ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
নিহত মিয়া উচনের স্ত্রীর ভাই মৃগা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সবু শেখ জানান, বিএনপির সমাবেশে যাওয়ার পথে মোটরসাইকেল আর অটো গাড়ির সাথে সংঘর্ষ হয়। রোগীকে ঢাকায় নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মৃত্যুবরণ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available