• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই পৌষ ১৪৩১ সকাল ০৭:৪৩:৫৭ (26-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই পৌষ ১৪৩১ সকাল ০৭:৪৩:৫৭ (26-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রূপগঞ্জে বুয়েট শিক্ষার্থী নিহত, গ্রেফতার আসামিরা ২ দিনের রিমান্ড শেষে কারাগারে

২৫ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:৩৫:২৫

রূপগঞ্জে বুয়েট শিক্ষার্থী নিহত, গ্রেফতার আসামিরা ২ দিনের রিমান্ড শেষে কারাগারে

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে পুলিশের চেকপোস্টে প্রাইভেটকার চাপায় বুয়েটের শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহতের ঘটনায় গ্রেফতার তিন আসামির দুইদিন রিমান্ড শেষে ২৫ ডিসেম্বর বুধবার ছুটির দিনে বিশেষ আদালতে হাজির করা হয়। আদালত গ্রেফতার ৩ আসামিকে কারাগারে প্রেরণ করেছেন।  

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান। তিনি জানান, আজ ২৫ ডিসেম্বর ছুটির দিন তাই বিশেষ আদালতে তিন আসামিকে হাজির করা হলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করেন। এর আগে গত শুক্রবার গ্রেফতার ৩ আসামির পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে রিমান্ড শুনানির জন্য গত রোববার ধার্য দিনে শুনানিতে আদালত গ্রেফতারদের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছিল।

আসামিরা হলেন- প্রাইভেটকার চালক মুবিন আল মামুন, তার দুই বন্ধু মিরাজুল করিম ও আসিফ চৌধুরী। এর আগে গত শুক্রবার গ্রেফতার ৩ আসামী ডোপ টেস্ট করা হয়। ডোপ টেস্টে গাড়ির চালক মুবিন মামুনের শরীরে অ্যালকোহল ও গাঁজার সন্ধান পাওয়া যায় এবং অপর প্রাইভেটকারের যাত্রী মিরাজুল মামুনের শরীরে অ্যালকোহল পাওয়া যায়। এই ঘটনায় বুয়েট শিক্ষার্থী মাসুদের বাবা রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এবং একই ঘটনায় গ্রেফতারদের শরীরে মাদকের আলামত পাওয়ায় রূপগঞ্জ থানায় মাদকের আইনে আরেকটি মামলা দায়ের হয়।

প্রসঙ্গত, ১৯ ডিসেম্বর দিবাগত রাত তিনটায় বুয়েটের সিএসই বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মুহতাসিম মাসুদ তার দুই সহপাঠীকে নিয়ে ৩০০ ফুট সড়কের পূর্বাচল এলাকা থেকে খাবার খেয়ে মোটরসাইকেলে চড়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। পুলিশের চেক পোস্ট অতিক্রম করার সময় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের গতিরোধ করে। এসময় বেপরোয়া গতিতে আসা একটি প্রাইভেটকার চেকপোস্টের ব্যারিকেড ভেঙ্গে তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান শিক্ষার্থী মুনতাসির মাসুদ। গুরুতর আহত হন মোটরসাইকেলে থাকা তার দুই সহপাঠী বন্ধু অমিত সাহা এবং মেহেদি হাসান খানসহ দুই পুলিশ সদস্য। পরে পুলিশ প্রাইভেটকারের চালকসহ গাড়িতে থাকা তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের গাড়ি থেকে একটি খালি মদের বোতল ও একটি খালি বিয়ারের ক্যান উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার তিনজনের মধ্যে রয়েছেন- প্রাইভেটকারের চালক মুবিন আল মামুন (২০)। তিনি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসিন্দা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহ আল মামুনের ছেলে। অন্য দুজন হলেন- ওই গাড়িতে থাকা মিরপুর পীরেরবাগ এলাকার রিজওয়ানুল করিমের ছেলে মিরাজুল করিম (২২) ও উত্তরা ১৩ নম্বর সেক্টরের বাহাউদ্দিন চৌধুরীর ছেলে আসিফ চৌধুরী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ফুলবাড়ীতে ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক
২৫ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৪১:০২