ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ: দিনব্যাপী নানা আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে কবি সাহিত্যিকদের ব্যতিক্রমী সংগঠন ‘হৃথিবী রথ’ এর দশম প্রতিষ্ঠাবার্ষিকী ও বনভোজন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ২৫ ডিসেম্বর বুধবার সকাল ১০টা থেকে সারাদিনব্যাপী আলোচনা সভা, জাতীয় সংগীত পরিবেশন ও গুণিজন সম্মাননা দেয়া হয়েছে।
এছাড়া দিনব্যাপী অতিথিবৃন্দের বরণ, স্বরচিত কবিতা পাঠ, কবিতা বিষয়ক আলোচনা, ‘কবিতায় বিচ্ছিন্নতার সুর ও মুক্তি’, সংগীতসুধা সুর সিঞ্চন, মধ্যাহ্ন বিরতি ও ভোজ, গল্প বিষয়ক আলোচনা ‘গল্পে রঙ ও চিত্রকলার ব্যবহার’, অতিথিবৃন্দের অনুভূতি প্রকাশ, সংগীত সুরলহরি ও মরমী সুর এবং হাঁড়িভাঙ্গা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ ‘হৃথিবী রথ’ এর প্রতিষ্ঠাতা পরিচালক ও আহ্বায়ক আনিফ রুবেদের আয়োজনে ওকথা সাহিত্যিক ইহান আরভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কবি ও ডেইলি স্টারের সাংবাদিক ইমরান মাহফুজ।
বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা উপ-সহকারী প্রকৌশলী ও কথা সাহিত্যিক মো. জিল্লুর রহমান, বিশিষ্ট চিকিৎসক ও কথা সাহিত্যিক ডা. মামুন হুসাইন, কথা সাহিত্যিক এপিএম গোলাম মাহবুব, সৈকত আরিফিন, মোস্তফা তারিকুল আহসান, উদয় শংকর বিশ্বাস, শফিক আজিজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও কবি মাহবুব আলম (গম্ভীরা নানা), মো. মানি রহমান (গম্ভীরা নাতি), সাংবাদিক ও লেখক মো. জোনাব আলী, শিক্ষক মো. মারুফুল ইসলাম, কবি আল বসরী সোহানসহ দুই শতাধিক কবি সাহিত্যিক।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আশরাফুল ইসলাম, কবি তমাল দীপ্তক ও কবি সুজান সাম্পান। অনুষ্ঠানে ২৭ জন বিশিষ্ট কবি সাহিত্যিককে সংগঠনের লোগো সংবলিত উত্তরীয় পরিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়া ২৮ জনকে বই দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
‘হৃথিবী রথ’ সংগঠন’র প্রতিষ্ঠাতা কবি সাহিত্যিক আনিফ রুবেদ জানান, সংগঠনটি দশ বছর পাড় করলো। কবি নানা কার্যক্রম পরিচালনা করে। স্বেচ্ছায় রক্তদানের মধ্যদিয়ে সংগঠনটি ২০১৪ সালের বিজয়ের মাস ডিসেম্বরে যাত্রা শুরু করে।
সমাপনী বক্তব্য ও সকল কবি সাহিত্যিক এবং অতিথিবৃন্দ গান গাইতে গাইতে অরণ্য প্রস্থান করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available