ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে জমিজমার জের ধরে প্রকাশ্য দিবালোকে হত্যার উদ্দেশ্যে মো. ফরহাদ শেখ (৪৫) নামের এক যুবককে ছুরিকাহত করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ২৫ ডিসেম্বর মঙ্গলবার এলাকাবাসীর আয়োজিত এক মানববন্ধনে এমনটিই দাবি করেছেন আহতের পরিবার ও এলাকাবাসী।
গত ১৮ ডিসেম্বর মঙ্গলবার উপজেলার মুলাডুলি ইউনিয়নের সড়াইকান্দি আর.আর.পি ফিড মিলের পিছনে এ ঘটনা ঘটে। আহত মো. ফরহাদ শেখ একই এলাকার মৃত আক্তার হোসেন শেখের ছেলে।
অভিযুক্তরা হলেন, সড়াইকান্দি এলাকার মো. মফিজ উদ্দিন শেখের ছেলে মো. রুবেল শেখ (৩৫), মৃত হোসেন আলী ফকিরের ছেলে মো. মফিজ উদ্দিন শেখ (৫৮), মো. রুবেল শেখের স্ত্রী মোছা. খাদিজা খাতুন (৩০), মো. সোহেল শেখের স্ত্রী জেসমিন খাতুন (২৭) এবং মফিজ উদ্দিন শেখের স্ত্রী মোছা. হালিমা খাতুনসহ (৫৪) অজ্ঞাত আরও ২-৩ জন।
আহতের পরিবার ও ঈশ্বরদী থানা সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে পাবনা আদালতে মামলা চলমান রয়েছে। উক্ত জমির বিষয় নিয়ে শান্তির লক্ষ্যে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বেশ কয়েকদিন পূর্বে শালিসের মাধ্যমে জমি পরিমাপ ও ভাগ বণ্টন করা হয়। ভাগ বণ্টন কালে আসামিদের বসত বাড়ি মো. ফরহাদ শেখের সম্পত্তির অংশের মধ্যে পড়ায় ব্যক্তিবর্গের উপস্থিতিতে মৌখিক সিদ্ধান্ত অনুযায়ী ৩ মাসের মধ্যে আসামিদের বাড়ি সরিয়ে সম্পত্তি বুঝিয়ে দিবে।
এমতাবস্থায় গত ১৮ ডিসেম্বর বিকেল ৫টায় মো. ফরহাদ শেখ তার কম্পিউটার নিয়ে বাড়ি থেকে দাশুড়িয়া বাজারে যাওয়ার পথে আসামিদের বসত বাড়ির সামনের রাস্তায় পৌঁছালে আসামিগণ পূর্ব পরিকল্পিতভাবে পথ ঘিরিয়া ধরে অকথ্য ও অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। রুবেল শেখ তাকে হত্যার উদ্দেশ্যে তার হাতে থাকা ধারালো চাকু দিয়ে ফরহাদের পেটে আঘাত করে। তার হাতদিয়ে চাকু ঠেকানোর চেষ্টা করলে ধারালো চাকুটি হাতের তালুদিয়ে ঢুকে উলটা পাশ দিয়ে বেরিয়ে যায়। রক্তাক্ত জখম অবস্থায় মাটিতে পড়ে গেলে তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারতে থাকে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরহাদের শারীরিক অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে ফরহাদ ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই সেলিম বলেন, মামলার মো. রুবেল শেখ (৩৫) নামের এক আসামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available