• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে পৌষ ১৪৩১ রাত ০২:৫৭:০৯ (14-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে পৌষ ১৪৩১ রাত ০২:৫৭:০৯ (14-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

শরণখোলায় ডেঙ্গুজরে আক্রান্ত রোগী ঘুমের মধ্যে মৃত্যু

২৬ ডিসেম্বর ২০২৪ সকাল ০৮:৫৩:০০

শরণখোলায় ডেঙ্গুজরে আক্রান্ত রোগী ঘুমের মধ্যে মৃত্যু

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন দিন ধরে চিকিৎসাধীন থাকার পর ঘুমন্ত অবস্থায় কাজল রানি বিশ্বাস (৫৫) নামের এক মহিলা মৃত্যু বরণ করেছেন। ২৫ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মৃত্যু বরণ করেন।

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বাগেরহাটের কচুয়া উপজেলার খলিশাখালি গ্রামের হরষিত বিশ্বাসের স্ত্রী কাজল রানি বিশ্বাস ১৭ ডিসেম্বর জ্বরে আক্রান্ত হয়। পরে চিকিৎসকের মাধ্যমে জানতে পারে তিনি ডেঙ্গুতে আক্রান্ত। কাজল রানীর ছেলে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত থাকায় তাকে ২৩ ডিসেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ছেলে পল্লব বিশ্বাস জানায়, তার মায়ের একদিন আগে ডেঙ্গু নেগেটিভ আসলেও তিনি কাশির সমস্যায় ভুগছিলেন। ২৫ ডিসেম্বর সন্ধ্যায় তার মা ঘুমিয়ে পড়লে বাবা হাসপাতালের বাহিরে ব্যক্তিগত কাজে বের হন। পরে পল্লব বিশ্বাস  হাসপাতালের বেডে এসে ঘুমরত মাকে ডাকাডাকি করলে তিনি সাড়া না দেওয়ায় ডাক্তার ডাকেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আসফাক হোসেন বলেন, পরীক্ষা নিরীক্ষার টেস্টে কাজল রানীর প্লাটিলেট ১ লক্ষ ৩২ হাজার ছিলো এবং অন্যান্য উপসর্গও ভালো ছিলো। তিনি ঘুমের মধ্যে মৃত্যু বরণ করেছেন। ধারণা করা হচ্ছে তিনি হার্ট অ্যাটাক করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নতুন বছরে টেকনোর অসাধারণ অফার
১৩ জানুয়ারী ২০২৫ রাত ০৯:২২:০০

দাম কমল বিকনলিংক ফিচারযুক্ত অপো ফোনের
১৩ জানুয়ারী ২০২৫ রাত ০৯:১০:১৪






ভারতে টিকটক করে ফেরার পথে ২ ভাই আটক
১৩ জানুয়ারী ২০২৫ রাত ০৮:১৯:০৯