• ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই পৌষ ১৪৩১ রাত ০২:৫৯:১১ (27-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই পৌষ ১৪৩১ রাত ০২:৫৯:১১ (27-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ শুরু, যথাসময়ে শেষ করার আশ্বাস কর্তৃপক্ষের

২৬ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:৪৪:০৩

হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ শুরু, যথাসময়ে শেষ করার আশ্বাস কর্তৃপক্ষের

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনা উপজেলার হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

২৫ ডিসেম্বর বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে উপজেলার বড়িবাড়ি ইউনিয়নের কুনিয়ার হাওরে পাকা রাস্তার মাথা হতে বলদা খিয়াঘাট পর্যন্ত ডুবন্ত বাঁধ নির্মাণ কাজ উদ্বোধন করা হয়। কয়েক দিনের মধ্যে সবগুলো বাঁধের নির্মাণ কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ।

বড়িবাড়ি ইউনিয়নের কৃষক তোফায়েল মিয়া বলেন, বাঁধের কাজ শুরু হয়েছে, আমরা এতে খুশি। বাঁধটা ঠিক মতো মেরামত হলে আগাম বন্যার পানিতে ফসল নষ্ট হবে না। বাঁধের উপর কৃষকদের একমাত্র ফসলটা নির্ভর করে।

কৃষক বশির উদ্দিন বলেন, বাঁধের কাজের পাশাপাশি নদীগুলো খনন করা দরকার। নদীগুলোতে পলিমাটি পড়ে ভরাট হয়ে গেছে, যার ফলে আগাম পানি আসলেই নদী ভরে জমিতে পানি উঠে যায়। আমাদের কৃষকদের দাবি, তাড়াতাড়ি সবগুলো নদী খনন করা হোক।

কিশোরগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম জানান, হাওর থেকে পানি দেরিতে নামার ফলে বাঁধ নির্মাণ কাজ শুরু করতে কিছুটা দেরি হয়েছে। আমরা মাঠ পর্যায়ে থেকে চেষ্টা করছি যথাযথ সময়ের মধ্যে সকল বাঁধের কাজ শেষ করার জন্য। চলতি বছরের ইটনা উপজেলায় ৯টি ইউনিয়নে বিভিন্ন হাওরে পিআইসির মাধ্যমে ৪০টি ডুবন্ত বাঁধ পুনঃনির্মাণ কাজ চলছে।

উল্লেখ্য যে, ফসল রক্ষা বাঁধের কাজ আগামী বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু
২৬ ডিসেম্বর ২০২৪ রাত ০৮:৫২:৪০





খোকসায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
২৬ ডিসেম্বর ২০২৪ রাত ০৮:০৩:০৬


গাজীপুরে ছাত্রলীগ নেতা গ্রেফতার
২৬ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২৪:১৭


মৌলভীবাজারে চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
২৬ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৩:৩৬