বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য বিষয়ক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান।
মেডিকেল অফিসার (মা ও শিশু স্বাস্থ্য) ডা. শাহরিয়ার শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীর, বাগেরহাট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক (সিসি) ও জেলা কনসালটেন্ট ডা. মো. দ্বীনমোহম্মদ, উপপরিচালক মো. শামসু উদ্দিন, উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা তারভীর মাহমুদ ও উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান।
এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মশালায় কৈশোরকালীন স্বাস্থ্যবিষয়ক ফ্লাশকার্ড দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রচার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া কর্মকর্তা, শিক্ষক ও সংবাদকর্মীদের এ বিষয়ে বিভিন্ন পরামর্শ ও মতামত গ্রহণ পোষণ করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available