• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই পৌষ ১৪৩১ সকাল ০৬:০৭:৪৫ (27-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই পৌষ ১৪৩১ সকাল ০৬:০৭:৪৫ (27-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট হলেন রাশেদুল

২৬ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:০৮:৫৪

নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট হলেন রাশেদুল

সাজেদুল হক প্রান্ত, নরসিংদী: নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রাশেদুল হাসান রিন্টু। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর আড়াইটায় চেম্বার ভবনে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভূইয়া এ ঘোষণা দেন।

এছাড়াও আব্দুল কাইউম মোল্লা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হাসিব আহম্মেদ মোল্লা ভাইস প্রেসিডেন্ট হিসেবে তাদের নাম ঘোষণা করেন নির্বাচন বোর্ড।

এসময় উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ মাজেদুল হক রুবেল ও মো. মফিজুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন নির্বাচিত অন্যান্য পরিচালকবৃন্দ, পূর্বের কমিটির পরিচালকবৃন্দ, ব্যবসায়ীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এর আগে ১৮ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। এদের মধ্যে সাধারণ শ্রেণির ১২ জন পরিচালক হলেন- রাশেদুল হাসান রিন্টু, আব্দুল কাইউম মোল্লা, মো. নাজমুল হক ভূঞা, মো. দেলোয়ার হোসেন দুলাল, আওলাদ হোসেন মোল্লা, মো. মোশারফ হোসেন, মো. দেলোয়ার হোসেন, মো. ছানাউল্লাহ মিলন, নাসির আহমেদ রিগান, মো. মনির হোসেন, মো. নাসির উদ্দিন ও মো. রাজিবুল আলম।

সহযোগী পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬ জন হয় নির্বাচিত হয়। তারা হলেন- হাসিব আহম্মেদ মোল্লা, মো. সারোয়ার হোসেন ভূঞা ঝন্টু, আসাদুজ্জামান, এনায়েত সারজিদ, মো. সোহেল সরকার ও ইফরান আহম্মেদ মোল্লা রিপন।

রাশেদুল হাসান রিন্টুর নেতৃত্বে নবনির্বাচিত পরিচালকবৃন্দ নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভূইয়াকে ফুলেল শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, ২৬ ডিসেম্বর নির্বাচিত ১৮ জন পরিচালকদের মধ্য হতে ১ জন প্রেসিডেন্ট, সাধারণ শ্রেণির ১২ জন পরিচালকের মধ্য হতে ১ জন সিনিয়র ভাই প্রেসিডেন্ট এবং সহযোগী শ্রেণির ৬ জন পরিচালকের মধ্য হতে ১ জন ভাইস প্রেসিডেন্ট ও অফিস বেয়ারার নির্বাচন করা হবে। ৩০ ডিসেম্বর বিকেল ৪টায় নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র ২ বছর মেয়াদি কমিটির চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যাড. আব্দুল বাছেদ ভূইয়া।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু
২৬ ডিসেম্বর ২০২৪ রাত ০৮:৫২:৪০





খোকসায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
২৬ ডিসেম্বর ২০২৪ রাত ০৮:০৩:০৬


গাজীপুরে ছাত্রলীগ নেতা গ্রেফতার
২৬ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২৪:১৭


মৌলভীবাজারে চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
২৬ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৩:৩৬