খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী।
২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মুক্তিযুদ্ধ সংসদ চত্বরে নিজ উদ্যোগে পৌরসভার পাঁচ শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।
এসময় জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন খাঁন, খোকসা পৌর বিএনপির সভাপতি মুন্সী এজেডজি রশিদ রেজা বাজু, কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক জিএস আব্দুল মঈদ বাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও খোকসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হজরত আলীসহ শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র পেয়ে দারুণ আনন্দিত এ অঞ্চলের খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষজন।
কম্বল বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে শেখ সাদী বলেন, আমি আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমি এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available