মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তরে মাদক কারবারে বাধা দেওয়ায় সুফি আলম (৩৮) নামের এক কৃষককে কুপিয়ে জখম করেছে মাদক কারবারিরা।
২৬ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে উপজেলার গজরা ইউনিয়নের মধ্য কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ঐ গ্রামের মৃত কেরামত আলী প্রধানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।
স্থানীয় সূত্রে জানা যায়, সুফি আলম রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে দোকানের দিকে যাচ্ছিলেন। হঠাৎ পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। চিৎকারের আওয়াজ শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
সুফি আলমের স্ত্রী লিপি বেগম জানান, আমার স্বামীর কাছ থেকে বিভিন্ন সময় নেশার টাকার জন্য হুমকি দিতেন আমাদের গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে জিহান প্রধান (২৫), মোবারক প্রধানের ছেলে তুহিন প্রধান (২২), মোহাম্মদ দেওয়ান ছেলে আশরাফুল দেওয়ান (২৪)। বৃহস্পতিবার সন্ধ্যায় আমার স্বামী খাবার খেয়ে দোকানের কাছে যাওয়ার সময় তারা এ হামলা চালায়। আমার স্বামী এখন মৃত্যু শয্যায়। আমার একটি মেয়ে ১ বছর আগে মারা গেছে। এখন একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। আমি এখন অসহায়। আমি এ ঘটনায় প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।
গজরা ইউপি সদস্য মো. সফিকুর রহমান জানান, ইদানীং কৃষ্ণপুরে কিছু ছেলেরা সন্ধ্যার পরে সঙ্ঘবদ্ধভাবে আড্ডা দেয়। তাদের আচার-আচরণে সন্দেহ হলে বিষয়টি তাদের অভিভাবককে জানিয়েছিলাম। এ ঘটনাটি খুব দুঃখজনক।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, বিষয়টি ন্যাক্কারজনক। ঘটনার খবর পেয়ে আমিসহ আমার একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসামীদের গ্রেফতারের অভিযান চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available