• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই পৌষ ১৪৩১ সকাল ১০:০১:৫১ (28-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৪ই পৌষ ১৪৩১ সকাল ১০:০১:৫১ (28-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

আগামী ১৮ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন

২৭ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:৩৯:৪৭

আগামী ১৮ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন

জ ই বুলবুল, ব্রাহ্মণবাড়িয়া: এক পক্ষের বর্জনের ঘোষণার পাঁচ ঘণ্টার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের তারিখ পরিবর্তন করা হয়েছে। ২৮ ডিসেম্বরের পরিবর্তে
আগামী ১৮ জানুয়ারি জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় এই তারিখ পরিবর্তন করে নতুন তারিখ ঘোষণা করা হয়।

গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব সিরাজুর ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, ভোটারদের অনুরোধে অধিকতর প্রস্তুতির লক্ষ্যে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আগামী শনিবারের পরিবর্তে ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। দুই বছর ধরে কমিটি ও নেতৃত্ব নিয়ে বিরোধের জেরে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো দুই ভাগে বিভক্ত।

দলীয় সব কর্মসূচি তাঁরা পৃথকভাবে পালন করে আসছে। শনিবার জেলার শহরতলির বিরাসারে অবস্থিত বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল অ্যান্ড কলেজে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিল জেলা বিএনপির একটি পক্ষ। সম্মেলন ঘিরে বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছিল। গতকাল দুপুরে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে বিএনপির সম্মেলনসহ কাউন্সিল বর্জনের ঘোষণা দেন জেলা বিএনপির একাংশের নেতা-কর্মীরা।

গত ২ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ৩২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। গত বছরের পাঁচ সদস্যের কমিটির আহ্বায়ক আবদুল মান্নান ও সদস্যসচিব সিরাজুল ইসলামকে নতুন আহ্বায়ক কমিটিতে অপরিবর্তিত রাখা হয়। কেন্দ্রীয় বিএনপির অর্থনীতিবিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব ওরফে শ্যামলকে ১ নম্বর সদস্য করা হয়েছে।

কমিটিতে সদস্য হিসেবে আছেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক ও নূরে আলম সিদ্দিকী। কমিটিতে কবির আহমেদ ভূঁইয়াকে ৩২ নম্বর সদস্য করা হয়েছে। কবির আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত সহকারী আবদুর রহমান ওরফে সানির বড় ভাই এবং আখাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহসাংস্কৃতিক সম্পাদক।

খোঁজ নিয়ে জানা যায়, কবির আহমেদ ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির প্রার্থী হতে চান। ৩২ সদস্যের আহ্বায়ক কমিটির অধিকাংশই তাঁর অনুসারী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



তীব্র শীতে দিনাজপুরের জনজীবন বিপর্যস্ত
২৮ ডিসেম্বর ২০২৪ সকাল ০৯:৩০:৫০







আমতলীতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২
২৭ ডিসেম্বর ২০২৪ রাত ০৮:১২:৫৬