ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর থানা এলাকায় চোরাই পথে নিয়ে আসা অবৈধ সিগারেটের ফিল্টারসহ একটি মিনি কার্ভাড ভ্যান আটক করেছে ভূজপুর থানা পুলিশ। এ ঘটনায় জড়িত ফারুখ, ফয়েজ ও জামাল নামে তিনজনকে আসামি করে পেনাল কোর্ডে মামলা দায়ের করা হয়েছে।
২৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে দাঁতমারা এলাকা থেকে মিনি কার্ভাড ভ্যানটিকে ধাওয়া করে হারুয়ালছড়ি শান্তিরহাট এলাকায় আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় লোকজন।
আটক দাঁতমারা সিকদারকিল এলাকার মোহাম্মদ ফারুক ও ছুরামুনি এলাকার মো. ফয়েজকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। এরমধ্যে তিন নম্বর আসামি মোহাম্মদ জামাল পলাতক রয়েছে।
পরে ভূজপুর থানা পুলিশ গাড়িটি থেকে ৫ লক্ষ ১০ হাজার টাকা মূল্যের ৩০ কার্টুন সাদা রঙয়ের সিগারেটের ফিল্টার, ৩৮ হাজার ৪০০ টাকা মূল্যের ৮ কার্টুন লিটন বিড়ি উদ্ধার করে। এছাড়াও হলুদ ও নীল রঙয়ের মিনি কার্ভাড ভ্যানটি (যাহার রেজি নং-চট্ট মেট্রো ন ১১-৮৩০৩) জব্দ করা হয়।
ভূজপুর থানার উপপরিদর্শক মুনাফ জানান, আটক দাঁতমারা সিকদারকিল এলাকার মোহাম্মদ ফারুক ও ছুরামুনি এলাকার মো. ফয়েজকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। এরমধ্যে তিন নম্বর আসামি হেয়াকো মধ্যমপাড়ার মোহাম্মদ জামাল পলাতক রয়েছে।
উল্লেখ্য, ভারত থেকে চোরাই পথে বাগানবাজার ও দাঁতমারা এলাকা দিয়ে অবৈধ মাদকদ্রব্যসহ বিভিন্ন অবৈধ পণ্যের রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে হেয়াকোঁর লোহা জামাল ও আন্ধার মানিক এলাকার গোলাপ হোসেনের নেতৃত্বে একটি চক্র। বিভিন্ন সময় এ চক্রের অনেকে আটক হলেও ধরাছোঁয়ার বাইরে রয়ে যায় মূলহোতারা। আটকরা এই চক্রের সাথে জড়িত বলে জানা গেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available