নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মো: ইমাম হোছাইন শফিক। ২৯ এপ্রিল শনিবার এক বিশেষ সাধারণ সভায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সম্মতিতে তিনি সাধারণ সম্পাদক মনোনীত হন। এ সময় সভাপতি মনোনীত করা হয় ক্লাবের প্রতিষ্ঠিতা সভাপতি মো. নুরুল আমিন সিদ্দিককে।
এছাড়া আবুল হাশেমকে সহ-সভাপতি, মোঃ রেজাউল করিম রাজুকে সহ-সাধারণ সম্পাদক, এম নুরুল হক চোকরীকে অর্থ সম্পাদক, বিজয় কুমার ধরকে সাংগঠনিক সম্পাদক, অজিত কুমার দাশকে ক্রীড়া সাংস্কৃতিক ও প্রচার সম্পাদক এবং সরওয়ার আলম সাকিবকে দপ্তর সম্পাদক মনোনীত করা হয়।
ক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন নিজাম উদ্দিন, মোঃ তাজুল ইসলাম এবং শেখ সেলিম।
১১ সদস্যের এই কমিটি ১ মে ২০২৩ থেকে ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত দায়িত্ব পালনা করবে।
পরে নতুন কমিটির সদস্যরা কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় জেলা প্রশাসক নতুন কমিটির সবাইকে অভিনন্দন জানান। তিনি বলেন, কক্সবাজার সিটি প্রেসক্লাব ২০০৬ সালে যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত সুনামের সাথে কাজ করছে। আশা করি মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনায় উদ্ভুদ্ধ এ সংগঠনটি সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় সামিল হয়ে দেশ ও সমাজের জন্য কাজ করে যাবে। এসময় তিনি সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও সার্বিক মঙ্গল কামনা করেন।
নতুন কমিটিকে আরও অভিনন্দন জানিয়েছেন বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান আলহাজ্ব সালাহ উদ্দিন আহমেদ। তিনিও সংগঠনের নেতৃবৃন্দদের সাফল্য কামনা করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available