• ঢাকা
  • |
  • রবিবার ১৪ই পৌষ ১৪৩১ রাত ০২:৫৭:৪৫ (29-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১৪ই পৌষ ১৪৩১ রাত ০২:৫৭:৪৫ (29-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কটিয়াদীতে শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

২৮ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:২৯:৫০

কটিয়াদীতে শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে অপহরণের চার দিন পর আব্দুল্লাহ (৩) নামের এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২৭ ডিসেম্বর শুক্রবার সকালে উপজেলার করগাঁও ইউনিয়নের কাঠুরদিয়া গ্রামের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিশু করগাঁও ইউনিয়নের কাঠুরদিয়া গ্রামের মো. এনার মিয়ার একমাত্র ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, ২৩ ডিসেম্বর সোমবার বিকেলে বাড়ির সামনে বল খেলার সময় আব্দুল্লাহ নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়। অপহরণকারীরা পরিবারের সদস্যদের ফোন করে মুক্তিপণের টাকা দাবি করেন। পরিবারের সদস্যরা বিকাশের মাধ্যমে ৩২ হাজার টাকা দিলেও শিশুটিকে ফেরত পায়নি। শুক্রবার সকালে স্থানীয়রা বাড়ির সামনের একটি খালে শিশুটির অর্ধগলিত মৃতদেহ দেখতে পায়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারের অভিযান চলছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অপহরণকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










লালপুরে বিএনপির সুধী সমাবেশ অনুষ্ঠিত
২৮ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:৫৮:১৬