গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (কর্মকর্তা) ফারুক আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।
২৭ ডিসেম্বর শুক্রবার রাত সাড়ে ৯টায় ওই হাসপাতালের আবাসিক কোয়ার্টার থেকে তাকে গ্রেফতার করা হয়। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে অ্যাডভোকেট এমএ আলম সেলিম বলেন, গোপালগঞ্জ সদর থানার একটি মামলায় ডা. ফারুক আহমেদকে ১২ ডিসেম্বর ওই রেজিস্ট্রারসহ সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত। তিনি ওই তারিখে হাজির হয়নি। পরবর্তী তারিখ ১৭ ডিসেম্বর তাকে আদালতে হাজির না হওয়ার কারণ দর্শাতে নোটিশ করা হয়। তিনি ওই তারিখেও নোটিশের জবাব দেননি। ১৯ ডিসেম্বর আদালত অবমননার দায়ে তার বিরুদ্ধে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও গ্রেফতারি পরোয়ানার আদেশ দেওয়া হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, গোপালগঞ্জ সদর থানার একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এর প্রেক্ষিতে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available