রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: আবারও রামপাল প্রেসক্লাবের সভাপতি সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার ও মেহেদি হাসান সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। ২৮ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় প্রেসক্লাবের অফিস কক্ষে ক্লাবের সদস্যগণের উপস্থিতিতে এক সাধারণ আলোচনা সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের সভাপতি এম. এ সবুর রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক সুজন মজুমদার। সিনিয়র সহ সভাপতি মোতাহার মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুজন মজুমদার, মো. মেহেদি হাসান, মো. রেজাউল ইসলাম, এ.এইচ নান্টু, মো. তারিকুল ইসলাম, মোল্লা হাফিজুর রহমান, লায়লা সুলতানা, মুর্শিদা পারভীন, সুখময় বহ্ম, মো. হারুন শেখ, তুহিন মোল্লা, পবিত্র মন্ডল ও আব্দুল্লাহ শেখ।
এর আগে আগামী ২০২৫ ও ২০২৬ দুই বছরের জন্য কমিটি গঠনের জন্যে প্যানেল জমা দানের আহ্বান করা হয়। এসময় সবুর রানাকে সভাপতি, সুজন মজুমদারকে সাধারণ সম্পাদক ও মেহেদি হাসানকে সাংগঠনিক সম্পাদক করে একটি মাত্র প্যানেল কমিটি জমা পড়ে। নির্ধারিত সময়ের মধ্যে আর কোন প্যানেল জমা না পড়ায় সর্বসম্মতভাবে সভায় ওই প্যানেল কমিটিকে নির্বাচিত করা হয়।
উল্লেখ্য, নব নির্বাচিত প্যানেল কমিটির সদস্যরা আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। নতুন গঠিত এই কমিটি আগামী ২০২৫ ও ২০২৬ দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন। পুনরায় গঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সকলে একযোগে সংগঠন ও মানুষের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available