• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই পৌষ ১৪৩১ সকাল ০৬:৫১:০০ (29-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১৫ই পৌষ ১৪৩১ সকাল ০৬:৫১:০০ (29-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঘাটাইলে ইসলামী ব্যাংকের ৪০০তম শাখার উদ্বোধন

২৮ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৩:৫৩:১০

ঘাটাইলে ইসলামী ব্যাংকের ৪০০তম শাখার উদ্বোধন

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৪০০তম শাখা হিসেবে ঘাটাইল শাখার উদ্বোধন করা হয়েছে। ২৮ ডিসেম্বর শনিবার উপজেলা অডিটোরিয়ামে এ শাখার উদ্বোধন করেন  বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মুনসুর।

ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাক্সিকিউটিভ কমিটির  চেয়ারম্যান মো. আব্দুল জলিল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম মাসুদ রহমান, অডিট কমিটির চেয়ারম্যান মো. আব্দুস সালাম ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মনিরুল মওলা এবং প্রবন্ধ উপস্থাপন করেন শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর মুহাম্মদ আব্দুস সামাদ।

ধন্যবাদ জ্ঞাপন করেন অ্যডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক। এ সময় অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাব হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদারসহ এসময় ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গ্রাহক ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে বক্তব্য দেন টাঙ্গাইল সাবালিয়া আদর্শ সমাজকল্যাণ পরিষদের সহ সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, এইম সিটি রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হোসনি মোবারক বাবুল, ব্যবসায়ী মো. সিরাজুল হক সানা প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










লালপুরে বিএনপির সুধী সমাবেশ অনুষ্ঠিত
২৮ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:৫৮:১৬