নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা ও গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার বিষয়ক কার্যক্রম বাস্তবায়নে অংশীজনের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতি ছিলেন স্থানীয় সরকারের ঢাকা জেলার উপ-পরিচালক মো. ইকবাল হোসেন। এ সময় গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. ফুয়ারা খাতুন৷
গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ঢাকা জেলা ব্যবস্থাপক নাজমুল হাসানের সঞ্চালনায় গ্রাম আদালতের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন ঢাকা জেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্য ও এশিয়ান টেলিভিশনের সাংবাদিক ফিরোজ হোসেনসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।
সভায় গ্রাম আদালত আইন ২০০৬ ও সংশোধিত আইন ২০১৩ ও ২০২৪ এর আলোকে প্রান্তিক পর্যায়ে জনগণকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা প্রদান করার কৌশল নিয়েও আলোচনা করেন উপস্থিতিরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available