• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই পৌষ ১৪৩১ দুপুর ০১:৫২:৪৬ (29-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১৫ই পৌষ ১৪৩১ দুপুর ০১:৫২:৪৬ (29-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙামাটিতে আইকনিক ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত

২৮ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৩০:৪৭

রাঙামাটিতে আইকনিক ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত

রাঙামাটি প্রতিনিধি: জমজমাট আয়োজনের মধ্য দিয়ে রাঙামাটিতে অনুষ্ঠিত হলো আইকনিক ক্রিকেট টুর্নামেন্ট’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

২৮ ডিসেম্বর শনিবার বিকেলে অগ্রযাত্রা ফ্রেন্ডর্স ক্লাবের উদ্যোগে রাঙামাটি বীর মুক্তিযোদ্ধা শহিদ আব্দুর শুক্কুর স্টেডিয়ামে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল এরশাদ হোসেন চৌধুরি (পিএসসি)।

আইকনিক টুর্নামেন্ট আয়োজন কমিটির সভাপতি মো. সালাউদ্দিনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ক্রিকেট উপ-পরিষদের সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক আবু সাদৎ মোহাম্মদ সায়েম, যুবদল নেতা মো. শুক্কুর প্রমুখ।

শনিবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ফ্রেন্ডস টোয়েন্টি টু দল। রানার্স আপ হয়েছে কলেজ গেইট কিংস। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে খারাপ কাজ থেকে বিরত রাখার পাশাপাশি মানুষের শরীর ও মন সুস্থ রাখে। দীর্ঘ দিন পর হলেও রাঙামাটির রিজার্ভ বাজারের বীর মুক্তিযোদ্ধা শহিদ আব্দুর শুক্কুর স্টেডিয়ামে স্থানীয় খেলা প্রিয় জনসাধারণের সরব উপস্থিতিতে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন উত্তরাঞ্চলে তরুণ প্রজন্মের মধ্যে উৎসবের আমেজ তৈরি করেছে।

বক্তারা আরও বলেন, খেলাকে খেলার মাঝে রাখতে হবে। খেলার মাঝে কোনো ধরনের সহিংসতা ছড়ানো যাবে না। অগ্রযাত্রা ক্লাবের উদ্যোগে এমন আয়োজন জেলার ক্রিকেটাররা আবারও চাঙ্গা হওয়ার সুযোগ পেয়েছে। তাদের ক্রিকেটীয় নৈপুণ্য প্রদর্শনের সুযোগ পেয়েছে। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে ভালো খেলোয়াড় ওঠে আসবে বলেও আশা প্রকাশ করেছেন বক্তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৫
২৯ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:৩৩:৪১




পলাশে আগুনে পুড়ল হোটেল ও ফার্নিচারের দোকান
২৯ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:২১:০৬

৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
২৯ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:১৪:০৬


নড়াইল পৌর জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
২৯ ডিসেম্বর ২০২৪ সকাল ১১:৫৭:২১