• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৩:৪৮ (05-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৩:৪৮ (05-Feb-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

মধ্যরাতে রাঙামাটি থেকে পাচারের সময় কাঠভর্তি বাসসহ আটক ১

২৯ ডিসেম্বর ২০২৪ সকাল ০৮:৫৯:৪১

মধ্যরাতে রাঙামাটি থেকে পাচারের সময় কাঠভর্তি বাসসহ আটক ১

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি জেলা থেকে প্রতিনিয়ত পাচার হচ্ছে অবৈধভাবে আনা ভিনদেশি সিগারেটসহ বনাঞ্চলের বিলুপ্ত হতে যাওয়া বিক্রয় নিষিদ্ধ গাছ।

২৮ ডিসেম্বর শনিবার দিবাগত মধ্যরাতে রাঙামাটি থেকে বাসভর্তি করে বিক্রয় নিষিদ্ধ চিড়াই কাঠ নিয়ে যাওয়ার সময় মানিকছড়ি চেকপোস্টে লাখ টাকা মূল্যের চিড়াই কাঠ আটক করেছে বনবিভাগ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটি সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আব্দুল হামিদ জানান, ‘মধ্যরাতে এবি এন্টারপ্রাইজ নাইচ ট্যুর নামের একটি বাস কোনো যাত্রী ছাড়াই দরজা-জানালা বন্ধ করে রাঙামাটি থেকে চট্টগ্রাম অভিমুখে যাওয়ার সময় মানিকছড়ি চেকপোস্টে আমরা গাড়িটিকে থামাই। গাড়ির ভেতরে বিশেষভাবে গুটগুটিয়া, কনক গাছের চিড়াইকৃত ৭ ফুট লম্বা ৫৫টি কাঠ পাওয়া যায়। এসময় আমরা চালক সেলিমকে গাড়িসহ আটক করে কার্যালয়ে নিয়ে আসি।’ এই ঘটনায় বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে আটককৃত চালক সেলিম জানান, ‘গাড়িটির মালিক রাউজানের মানিক কোম্পানি। রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের বাস স্টেশন সংলগ্ন নিচের রাস্তার জনৈক হাসান এই কাঠগুলো বৈধ কাগজ আছে জানিয়ে গাড়িতে তুলে চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য ভাড়া করেন। তিনি নিজেও গাড়িতেই ছিলেন। কিন্তু মানিকছড়িতে গাড়িটি আটকানোর সাথে সাথেই তিনি গাড়ি থেকে নেমে পালিয়ে যান।’

স্থানীয় সূত্র জানায়, বেপরোয়া সিন্ডিকেট চক্র প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে যাত্রীবাহী যানবাহন, পিকআপ, ট্রাক, মাছের গাড়ি, মৌসুমি পণ্যবাহী গাড়ি, শুকনো খড়ের গাড়িতে করে কাঠের চৌ-কাঠ, দরজাসহ ছয়-আড়াই চিড়াই কাঠ পাচার করে। এক শ্রেণীর কর্মকর্তাদের সাথে যোগসাজসে তাদের দেওয়া তথ্যানুসারে নির্দিষ্ট সময়ে এসকল অপকর্ম করে সিন্ডিকেট চক্র। তবে সাম্প্রতিক সময়ে রাঙামাটি জেলা পুলিশের গোয়েন্দা শাখা, সেনাবাহিনী, বিজিবি ও বনবিভাগ তাদের নজরদারি বৃদ্ধি করায় সিগারেট, রসুন, কাঠসহ বিভিন্ন জিনিসপত্র আটক হচ্ছে। এদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলাও দায়ের করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জয়পুরহাটে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৩
৫ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:৫২:৫৪

টাঙ্গাইলে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন
৫ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:৪১:৫৭


পাবনায় আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ২
৫ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:১৩:০৬




ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গ্রেফতার
৫ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৩:২৫:৩৩

শিবপুরে লটকন বাগান থেকে ৯৬ কেজি গাঁজা উদ্ধার
৫ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৩:২৪:৫৮