• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ রাত ০৮:০৩:৫৫ (05-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ রাত ০৮:০৩:৫৫ (05-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বীর শহিদদের স্মরণে কক্সবাজারে অনুষ্ঠিত হলো হাফ ম্যারাথন

২৯ ডিসেম্বর ২০২৪ সকাল ১১:৩৬:৫১

বীর শহিদদের স্মরণে কক্সবাজারে অনুষ্ঠিত হলো হাফ ম্যারাথন

রামু (কক্সবাজার) প্রতিনিধি: রান ফর হিরোস অব আওয়ার ভিক্টোরি প্রতিপাদ্যে কক্সবাজার জেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে বিজয় দিবস হাফ ম্যারাথন। ২৮ ডিসেম্বর শনিবার সকাল ৭টায় মেরিন ড্রাইভের দরিয়ানগরের ভাঙার মুখ থেকে শুরু হয় হাফ ম্যারাথন। সেখান থেকে ২১ কিলোমিটার দূরে উখিয়ার ইনানীতে গিয়ে শেষ হয় এ প্রতিযোগিতা।

মহান বিজয় দিবসে বীর শহিদদের স্মরণ, সেই সঙ্গে নৈসর্গিক সৌন্দর্যের পর্যটনভূমি কক্সবাজারের স্বমহিমা বিশ্বব্যাপী তুলে ধরার নিমিত্তে আজ এই ম্যারাথন অনুষ্ঠিত হয়। পাহাড়-সমুদ্রের কূল ঘেঁষে প্রকৃতির অপূর্ব সুন্দর মেরিন ড্রাইভ ধরে সমুদ্রের ঢেউয়ের ছন্দে রান করার জন্য বিজয় দিবস হাফ ম্যারাথনে স্থানীয় এবং দেশবিদেশের রানাররা অংশগ্রহণ করেন।

সর্বমোট ৩৯৮ জন্য প্রতিযোগী দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। যার মধ্যে প্রথম ফিনিস লাইন অতিক্রম করে মোহাম্মদ ইমরান হোসেন। তিনি ঢাকা থেকে অংশগ্রহণ করেছিলেন। দ্বিতীয় স্থান অর্জন করেন আশরাফুল ইসলাম।

২৪ ডিসেম্বর পর্যন্ত প্রত্যেক প্রতিযোগীকে আবশ্যিকভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হয়েছিল। রেজিস্ট্রেশন লিংক গণমাধ্যমে ও অনলাইনে প্রচার করা হয়। যথা সময়ে অংশগ্রহণকারী সকল রানারদের জন্য রাখা হয় আকর্ষণীয় টি-শার্ট, ফিনিশার মেডেল এবং ফিনিশার সার্টিফিকেট (সার্টিফিকেট), বিভিন্ন পয়েন্টে সেবাবুথ, ওয়াটার স্টেশন/হাইড্রেশন কর্নার এবং ম্যারাথন শেষে আপ্যায়নের ব্যবস্থা।

উল্লেখ্য, যারা ৪ ঘণ্টার ভেতরে দৌড় শেষ করেন শুধু তারাই মেডেল পান। হাফ ম্যারাথন উপলক্ষ্যে পর্যাপ্ত সড়ক নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, মেডিক্যাল ক্যাম্প ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়। সড়কের শুরু ও শেষভাগেও বিভিন্ন পয়েন্টে মনোমুগ্ধকর সাজসজ্জা ও মঞ্চ প্রস্তুত করা হয়, যা জনসাধারণের বাড়তি নজর কারে।

এ ছাড়া বিজয় দিবস হাফ ম্যারাথনে রাখা হয় বিভিন্ন ক্যাটাগরিতে আকর্ষণীয় অর্থ পুরস্কার এবং সম্মাননা স্মারক। পুরুষ ও নারী ক্যাটাগরি (১৮-৪৫ বছর) বয়সীদের জন্য চ্যাম্পিয়ন, প্রথম রানারআপ এবং দ্বিতীয় রানারআপ অর্থ পুরস্কার যথাক্রমে ৫০, ৩০ এবং ২০ হাজার টাকা। এছাড়া নারী-পুরুষ উভয় ক্যাটাগরির (১৮-৪৫ বছর বয়সী) প্রথম ৪র্থ হতে ১০ম পর্যন্ত সম্মাননা স্মারক প্রদান করা হবে। অনুষ্ঠানটির উদ্বোধন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং কক্সবাজার এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম, এনডিইউ, পিএসসি, পিএইচডি।

এ সময় কক্সবাজার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক/বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত এই ম্যারাথন কক্সবাজার অঞ্চঞ্চলসহ সকল অংশগ্রহণকারীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঞ্চার করেছে এবং বিজয় দিবসের চেতনা ও ভ্রাতৃত্ববোধকে আরও সুসংহত করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ফকিরহাটে দৃষ্টি হত্যার অভিযোগে গ্রেফতার ৩
৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৩৯:৫৮



ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ আটক ৬
৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:২০:৫৭


শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:১০:৩৪

সিলেট সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:২৯:০৮

দোয়ারাবাজারে গলায় রশি পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা
৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:২৬:২৩