• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই পৌষ ১৪৩১ সকাল ০৬:২৪:০৫ (01-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৮ই পৌষ ১৪৩১ সকাল ০৬:২৪:০৫ (01-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বাংলাদেশ হবে পুরোপুরি অসাম্প্রদায়িক: ইউএনও রকিবুল হাসান

২৯ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:৩৩:০৪

বাংলাদেশ হবে পুরোপুরি অসাম্প্রদায়িক: ইউএনও রকিবুল হাসান

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সম্প্রীতির সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, সারা বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক বাংলাদেশ। এ দেশে থাকবে না কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মুসলিমের বৈষম্য। আমরা সবাই ভাই ভাই।

২৮ ডিসেম্বর শনিবার দুপুর ১২টায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানার আয়োজনে সম্প্রীতির ঐকতানে গাহি সাম্যের গান প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে এক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রকিবুল হাসান বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ । স্বাধীনতার পর থেকে আমরা দেখছি বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে পরিচালিত হয়ে আসছে। মাঝে মধ্যে কিছু দুর্ঘটনা ঘটে যা অনাকাঙ্ক্ষিত। আমরা এ বাংলাদেশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আরশেদুল হকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ, বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান, সেক্রেটারি রজব আলী, রাণীশংকৈল প্রেসক্লাবের আহ্বায়ক ছবিকান্ত দেব, আদিবাসী নেতা শিংরায় সরেন মানিক ও ছাত্র প্রতিনিধি তারেক।

সমাবেশে ঠাকুরগাঁও জেলার সকল ধর্মাবলম্বীরা র‍্যালি ও আলোচনা সভায় উপস্থিতি ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










‘লুজ কানেকশনের’ কারণে সচিবালয়ে আগুন: তদন্ত কমিটি
৩১ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:০২:১৭