• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১০:০৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১০:০৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কারখানায় বিস্ফোরণে ১৫ শ্রমিক দগ্ধ

১ মে ২০২৩ দুপুর ০১:২৯:০৩

কারখানায় বিস্ফোরণে ১৫ শ্রমিক দগ্ধ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর কাশিমপুর দক্ষিণ জরুণ এলাকায় একটি পোশাক কারখানায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ১৫ শ্রমিক দগ্ধ হয়েছেন।

দগ্ধদের মধ্যে সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে ও আটজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট জরুরী বিভাগে নেওয়া হয়েছে।

১ মে সোমবার গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সাড়ে ৮ টায় ওই এলাকার মণ্ডল গ্রুপের কটন বিডি কারখানায় এ ঘটনা ঘটে।

ঢামেক বার্ন ইউনিটে চিকিৎসাধীন ব্যক্তিরা হলেন, আবুল হোসেন (৩৫), রাকিব (৪০), তৌসিফ (৩২), আরিফ (২২), বাবুল (৩৫), রাশেদ (৩০) ও রফিকুল (৩২)।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ব্যক্তিরা হলেন, সুপার ভাইজার সবুর (৩৫), লাইন ম্যানেজার সাহাবুল ইসলাম (৪৪), কাটিং মাস্টার আসলাম আলী (২৭), নিরাপত্তা প্রহরী চাঁন মিয়া (৪৫), ক্লিনার ফজলুর (৬০), পথচারী আলমগীর (৩০) ও মো. সোহেল।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, সোমবার সকালে গাজীপুর থেকে দগ্ধ অবস্থায় আটজন আমাদের এখানে এসেছেন। তারা গাজীপুর একটি গার্মেন্টসের কাজ করতেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫