• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ রাত ০৮:৪৯:৫৮ (05-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ রাত ০৮:৪৯:৫৮ (05-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মুক্তিযোদ্ধারা দেশের সূর্যসন্তান : মাসুম বিল্লাহ

২৯ ডিসেম্বর ২০২৪ দুপুর ০২:৪৪:৪৬

মুক্তিযোদ্ধারা দেশের সূর্যসন্তান : মাসুম বিল্লাহ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, যারা বাংলাদেশকে রক্ত দিয়ে জীবন বাজি রেখে, পরিবারের মায়া তুচ্ছ করে আমাদেরকে একটি স্বাধীন পতাকা উপহার দিয়েছে সেইসব মুক্তিযোদ্ধারা দেশের সূর্যসন্তান।

২৮ ডিসেম্বর শনিবার নারায়ণগঞ্জ নগরী চুনকা পাঠাগারে  ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে ‘সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রামে’ অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।

মুক্তিযোদ্ধাদের ত্যাগের কথা উল্লেখ করে মাসুম বিল্লাহ বলেন, আপনাদের ত্যাগের বিনিময়ে ১৯৭১ সালে আমরা বাংলাদেশ নামে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র পেয়েছি তাই আপনাদের সম্মানিত করতে পেরে আমরা গবির্ত। এ সময় তিনি তার বক্তব্যে স্বাধীনতার সময় চরমোনাই মাদরাসা মুক্তিযোদ্ধাদের অস্থায়ী ক্যাম্প ছিল বলে যোগ করেন।

তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা দেয়ায় মুক্তিযোদ্ধা নারায়ণগঞ্জ জেলা কমান্ডার মোহাম্মদ আলী শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করে আমাদেরকে বার্তা প্রেরণ করে জানিয়েছেন, ‘এই প্রথম আমরা কোনো ইসলামী দলের পক্ষ থেকে সংবর্ধনা পেলাম। আজকের এ অনুষ্ঠান আয়োজন করার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাই।’

সভায় বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা হাজী অ্যাড. নুরুল হুদা সাবেক, বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান ভুইয়া, বীর মুক্তিযোদ্ধা মো. আয়েত আলী, বীর মুক্তিযোদ্ধা হাজী মুহাম্মদ নুর হোসেন মোল্লা সাবেক, বীর মুক্তিযোদ্ধা শেখ মো. দিলওয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাজী নুর উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা কাজী নাছির উদ্দীন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাও. দ্বীন ইসলাম, অধ্যক্ষ মাও. হাবিবুল্লাহ হাবিব, ডা. সাইফুল ইসলাম, মোহাম্মদ সুলতান মাহমুদ, মো. আলতাফ হোসেন, মুহা. নুর হোসেন, মাও. মুহা. শামসুল আলম, বিলাল খান, মুহা. ইসমাইল, ছাত্র আন্দোলন নগর সভাপতি মুহা. ওমর ফারুক প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কাউখালীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
৫ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:০৫:৩২


ফকিরহাটে দৃষ্টি হত্যার অভিযোগে গ্রেফতার ৩
৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৩৯:৫৮



ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ আটক ৬
৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:২০:৫৭


শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:১০:৩৪

সিলেট সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:২৯:০৮