জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালে প্রকাশ্যে মুজিব কোট পুড়িয়ে দল থেকে পদত্যাগ করলেন আওয়ামী লীগ নেতা রেজাউল করিম। আর কোনোদিন আ.লীগের রাজনীতির সঙ্গে তার সম্পর্ক থাকবে না বলেও জানান তিনি।
২৯ ডিসেম্বর রোববার দুপুরে উপজেলার মাহমুদপুর ইউপির চৌমুহনী বাজারে সড়কের উপর প্রকাশ্যে মুজিব কোট পুড়িয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি। রেজাউল করিম মামুদপুর ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে জানা গেছে।
মুজিবকোট পুড়ানোর ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ সময় ইউপি সদস্য রেজাউল করিম বলেন, এ দলকে আমার আর ভাল লাগেনা, এদের চাল চলন (কর্মকাণ্ড) আর ভাল লাগে না। তাই মুজিবকোট পুড়িয়ে আমি এ দল থেকে পদত্যাগ করলাম।
এ বিষয়ে উপজেলা আ.লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম জানান, উনি (রেজাউল করিম) সবসময়ই নৈতিক স্খলন রোগে ভোগেন। বিগত সময়ে তৎকালীন স্থানীয় সংসদ সদস্য ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এ রকম মানুষদের নিয়ে রাজনীতি করেছেন। যার ফলেই আজকের এ দৃশ্য। সেই সাথে আগামী দিনে এমন অনেক হাইব্রিড নেতাকে দলত্যাগ করতে দেখা যাবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available