স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ নগরীতে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছে সদর থানা পুলিশ৷
২৯ ডিসেম্বর রোববার বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জামাল উদ্দিন। এর আগে শনিবার জিমখানা এলাকায় সন্ধ্যা সাতটায় এ ঘটনা ঘটে৷
পুলিশ জানায়, গতকাল মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আলম চানকে গ্রেফতার করতে যায় পুলিশ। এসময় আসামির পরিবার ও লোকজন পুলিশের উপর হামলা চালায়।
এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন ও একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। পরে অতিরিক্ত পুলিশ নিয়ে অভিযান চালিয়ে জিমখানা এলাকা থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে৷ এ ছাড়াও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আলম চানকে গ্রেফতার করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available