ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু বকর সিদ্দিক বাজারের পাহারাদারের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে কম্বল বিতরণ উদ্বোধন করেছেন।
২৯ ডিসেম্বর রোববার সন্ধ্যায় ডাক বাংলোর সামনে ইটনা বড় বাজারের ৫ জন পাহারাদার এবং ২ জন ঝাড়ুদারের হাতে কম্বল তুলে দেন। কম্বল পেয়ে খুশিতে আত্মহারা বাজারের পাহারাদাররা।
তখন উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাবেদ পাঠান, উপ প্রশাসনিক কর্মকর্তা মো. ফজলুর রহমান পটল প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আবু বকর সিদ্দিক বলেন, সরকারি বরাদ্দের শীতার্ত অসহায় মানুষের জন্য কম্বলগুলো যথাযথভাবে অসহায় মানুষের হাতে তুলে দেওয়ার জন্য উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের তথ্যমতে, চলতি বছরে ১ হাজার ৫৫০ পিস কম্বল এবং কম্বল ক্রয়ের জন্য আড়াই লাখ টাকা অর্থ বরাদ্দ এসেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available