• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে পৌষ ১৪৩১ সন্ধ্যা ০৬:২২:৫০ (02-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে পৌষ ১৪৩১ সন্ধ্যা ০৬:২২:৫০ (02-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

দ্রুত নির্বাচনের দাবিতে মেহেন্দিগঞ্জে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

৩০ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:১২:২৬

দ্রুত নির্বাচনের দাবিতে মেহেন্দিগঞ্জে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

বরিশাল প্রতিনিধি: দেশ বিরোধী অপতৎপরতা রুখতে এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের দাবিতে জনসমাবেশ করেছে মেহেন্দিগঞ্জ বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ৩০ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ১০টায় মেহেন্দিগঞ্জের মুক্তিযোদ্ধা মাঠ প্রাঙ্গণে এ বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশকে ঘিরে মেহেন্দিগঞ্জ বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠন ১ সপ্তাহ যাবৎ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে। যার ফলশ্রুতিতে উপজেলার ১৬টি ইউনিয়ন এবং পৌরসভার সর্বস্তরের জনগণ জনসভায় অংশগ্রহণ করলে মুহূর্তেই পরিপূর্ণ হয়ে যায় বালুর মাঠ প্রাঙ্গণ।

জনসভাস্থলে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের হাজারও নারীদের উপস্থিতি ভিন্নমাত্রা যোগ করে। সকাল এগারোটায় জনসভা শুরু করার কথা থাকলেও সকাল দশটার ভিতরে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে হাজার হাজার মানুষের উপস্থিতিতে  মুহূর্তেই পরিপূর্ণ হয়ে যায়। যে কারণে নির্ধারিত সময়ের ৩০ মিনিট পূর্বেই জনসভা শুরু করে দেয় স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান। মূলত রাজিব আহসানের জন্মভূমি মেহেন্দিগঞ্জের হওয়াতে মেহেন্দিগঞ্জের  আপামর জনসাধারণ সমাবেশের প্রধান অতিথি রাজিব আহসানের আগমনকে ঘিরে ছিল ব্যাপক উৎসবমুখর। তার এই প্রতিফলন লক্ষ্য করা গেছে আজকের সমাবেশে। মেহেন্দিগঞ্জের ১৬টি ইউনিয়নের প্রত্যেকটিতে মিছিল কারীদের হাতে ছিল রাজীব আহসানের ছবি সম্বলিত ব্যানার, বিভিন্ন ক্যাপ ও রংবেরঙের গেঞ্জি প্লাকার্ড।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত শহিদ পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধান অতিথি রাজিব আহসান। রাজিব তার বক্তব্য বলেন, বর্তমান সরকার আমাদের আন্দোলনের ফসল। ১৭টি বছর ধরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জাতীয়তাবাদী দল বিএনপির বহু নেতাকর্মী গুম হয়েছে খুন হয়েছে। যেই আন্দোলনের ফসল হিসাবে বর্তমান সরকারের আবির্ভাব।

মেহেন্দীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন সমাবেশের সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আহমেদ সেলিম এবং পৌর বিএনপি'র আহ্বায়ক রিয়াজ শাহীন লিটন।

সমাবেশে বক্তব্য রাখেন, বরিশাল জেলা উত্তর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর শাখা বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরি দিনু মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক নাঈম ইসলাম তুহিন ও সদস্য সচিব মাজারুল ইসলাম পারভেজসহ স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদল, শ্রমিক দল ও মহিলা দলের নেতৃবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডুমুরিয়ায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন
২ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:১৪:২০

দৌলতখানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
২ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:০৬:১৪





অপরিবর্তিতই থাকছে এলপি গ্যাসের দাম
২ জানুয়ারী ২০২৫ বিকাল ০৪:৪৭:২৪

নারায়ণগঞ্জে ফেনসিডিলসহ যুবক আটক
২ জানুয়ারী ২০২৫ বিকাল ০৪:৩৯:২৯

ভূঞাপুরে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন
২ জানুয়ারী ২০২৫ বিকাল ০৪:৩০:০৯