রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে সাংবাদিক রাশেদুল ইসলামের (৩৫) জমি জোরপূর্বক দখলের পাঁয়তারা করছে একদল ভূমিদস্যু। ৩০ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় রূপগঞ্জ থানায় এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন দৈনিক মানবকণ্ঠের সাংবাদিক রাশেদুল ইসলাম।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণবাগ এলাকার সাংবাদিক রাশেদুল ইসলাম কেয়ারিয়া মৌজায় ৩৯ শতাংশ জমি কিনে ভোগদখল করে আসছিলেন। সম্প্রতি কেয়ারিয়া এলাকার রমেশ চন্দ্র মল্লিকের ছেলে সুভাগ্য মল্লিক ও তার ছেলে খিতিষ মল্লিক এবং কেয়ারিয়া এলাকার পান্তুষসহ আরও কয়েকজন ওই জমি দখলের চেষ্টা চালায়। পরে সাংবাদিক রাশেদুল নারায়ণগঞ্জ আদালতে দেওয়ানী মামলা করেন। ওই মামলায় উভয় পক্ষকে জমিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেন আদালত। আদালতের আদেশ অমান্য করে সোমবার দুপুরে ভূমি দস্যুরা নিষেধাজ্ঞা সাইনবোর্ড তুলে ফেলে দেয়। এ সময় সাংবাদিক রাশেদুলের বাড়ি ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের হুমকি দেয়।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে জোরপূর্বক কারও সম্পত্তি দখলের কোনো সুযোগ নেই।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available