বাগেরহাট প্রতিনিধি: টেলিভিশন সাংবাদিকদের সংগঠন বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে । সর্বসম্মতিক্রমে এশিয়ান টিভির বাগেরহাট প্রতিনিধি মো. কামরুজ্জামানকে সভাপতি ও বাংলা ভিশনের মাসুদুল হককে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি পদে সময় টিভির বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুল, যুগ্ম সম্পাদক এটিএন বাংলা বাগেরহাট প্রতিনিধি এস এম আমিরুল হক বাবু, অর্থ সম্পাদক চ্যানেল ২৪ এর বাগেরহাট প্রতিনিধি মো. আরিফুল ইসলাম, আইসিটি ও প্রচার সম্পাদক ইডিপেন্ডেন্ট টিভির বাগেরহাট প্রতিনিধি অলিপ ঘটক, নির্বাহী সদস্য এনটিভির বাগেরহাট প্রতিনিধি তরফদার রবিউল ইসলাম, মাছরাঙা টিভির শওকত আলী বাবু, যমুনা টিভির মো. ইয়ামিন আলী, নিউজ ২৪ এর মো. আহসানুল করিম, একুশে টিভির এইচ এম মাইনুল ইসলাম ও গ্লোবাল টিভির মো. সোহেল রানা।
৩০ ডিসেম্বর সোমবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে বার্ষিক সাধারণ সভার মধ্য দিয়ে নব নির্বাচিত কমিটির সভাপতি-সাধারণ সম্পাদককে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সভাপতি বিষ্ণু প্রসাদ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ইয়ামিন আলী। ১৩ সদস্য বিশিষ্ট এই কমিটি আগামী দুই বছর অর্থাৎ ২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দায়িত্ব পালন করবেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available