ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ঐতিহ্যবাহী ফটিকছড়ি বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান সোমবার ৩০ ডিসেম্বর রাতে উপজেলা বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হলে সম্পন্ন হয়েছে।
উপজেলা সমবায় অফিসার আব্দুল শহিদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নব-নির্বাচিত কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরি।
শপথ বাক্য পাঠ পূর্ব প্রধান অতিথির বক্তব্যে নির্বাচিত সকল কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে মোজাম্মেল হক চৌধুরি বলেন, শপথ বাক্য পাঠ শেষে সবাই বসে আগামী তিন বছরে কি কি কাজ করবেন তার জন্য শর্ট টার্ম, মিড টার্ম ও লং টার্ম প্লান করবেন এবং নির্বাচনের আগে ব্যবসায়ীদের যে কমিটমেন্ট দিয়েছেন সে কমিটমেন্ট রক্ষা করার চেষ্টা করবেন।
নির্বাচিত কমিটি এ রমজান মাসেই প্রমাণ দেবেন আপনারা সঠিকভাবে ভোটে নির্বাচিত হয়েছেন। এছাড়াও ব্যবসায়ীদের সকল সমস্যার সমাধানে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।
সহকারী উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ জেবল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেজবাহ উদ্দিন, ফটিকছড়ি থানা ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, নব নির্বাচিত সভাপতি সাইয়েদ মোহাম্মদ ইলিয়াস, সাধারণ সম্পাদক মো. বেলাল উদ্দিন, সিনিয়র সহ সভাপতি নাজমুল তারেক, যুগ্ম সম্পাদক এনামুল ইসলাম সিকদার এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মোবারক হোসেন চৌধুরি।
এ সময় বিএনপি নেতা জাহাঙ্গির আলম চৌধুরি, সাংবাদিক সৈয়দ জাহেদ উল্লাহ কোরাইশী, সৈয়দ মোহাম্মদ মাসুদ, বণিক কল্যাণ সমিতির সাবেক সভাপতি সোলায়মান কোম্পানি, ইন্জিনিয়ার সিরাজ, মহিউদ্দিন চৌধুরি, ইকবাল, এমদাদ আলী, নবনির্বাচিত কর্মকর্তাদের মধ্যে সহ-সভাপতি শামসুল আলম মেম্বার, সহ-সাধারণ সম্পাদক ইয়াকুব মানিক, সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ মো. একরাম উদ্দিন, দপ্তর সম্পাদক মো. আজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, শিক্ষা সংস্কৃতি ক্রীড়া সম্পাদক মো. হাসান উল করিম, কার্যনির্বাহী সদস্য জামশেদুল ইসলাম, শহীদুর রহমান, আব্দুল আজিজ রায়হানসহ অনুষ্ঠানে শতাধিক ব্যবসায়ী, কর্মচারী এবং বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ শপথ গ্রহণের মধ্য দিয়ে বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির কার্যক্রমে নতুন উদ্যমের সূচনা হলো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available