• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে পৌষ ১৪৩১ দুপুর ০১:৩১:০৭ (03-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে পৌষ ১৪৩১ দুপুর ০১:৩১:০৭ (03-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঈশ্বরদী উপজেলা আ.লীগ নেতা মিন্টু ঢাকায় গ্রেফতার

৩১ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:১৫:৫৫

ঈশ্বরদী উপজেলা আ.লীগ নেতা মিন্টু ঢাকায় গ্রেফতার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ।

৩০ ডিসেম্বর সোমবার দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশের সদস্যরা। তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মেয়র আবুল কালাম আজাদ মিন্টু রাজধানীর ৯১ নম্বর পূর্ব রাজাবাজার এলাকায় ভাড়া থাকতেন। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সোমবার বেলা ১২টার দিকে ফার্মগেট এলাকায় তাকে আটক করে যুবদল ও সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা পুলিশের খবর দেয়। তেজগাঁও থানা পুলিশ তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টুকে রাজধানীর ফার্মগেট এলাকায় দেখতে পেয়ে স্থানীয়রা তাকে আটকে রাখেন। খবর পেয়ে তেজগাঁও থানা পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা রয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানায় কথা হয়েছে। তারা এসে আটক আবুল কালাম আজাদ মিন্টুকে নিয়ে যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







নাঙ্গলকোটে পিস্তলসহ সন্ত্রাসী আটক
৩ জানুয়ারী ২০২৫ সকাল ১১:০৩:০৫