• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে পৌষ ১৪৩১ সকাল ১১:৪৯:৪৬ (03-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে পৌষ ১৪৩১ সকাল ১১:৪৯:৪৬ (03-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

হাওরে ফুলকপির বাম্পার ফলন, দ্বিগুণ লাভে চাষীদের মুখে হাসি

৩১ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:৩৪:২৮

হাওরে ফুলকপির বাম্পার ফলন, দ্বিগুণ লাভে চাষীদের মুখে হাসি

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনা উপজেলার চৌগাংগা ইউনিয়নের কৃষক ওমর কাইয়ুম, উপজেলা কৃষি অফিসের সহায়তা ৪০ শতাংশ জমিতে আগাম জাতের ফুলকপি চাষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে ওমর কাইয়ুমের জমিতে। বাজারদর ভালো পাওয়ায় দ্বিগুণ লাভের আশা করছেন এই ফুলকপি চাষি।

ফুলকপি চাষি ওমর কাইয়ুম বলেন, উপজেলা কৃষি অফিসের সহায়তায় ফ্রেশ জাতের ফুলকপি চাষ করেছি। আলহামদুলিল্লাহ ফলন ভালো হয়েছে। ৪০ শতাংশ জমিতে ফুলকপি চাষে খরচ হয়েছে প্রায় ২৫-২৬ হাজার টাকা আশা করছি প্রায় ৬০-৭০ হাজার টাকা বিক্রি করতে পারবো।

জানা গেছে, উপজেলার চৌগাংগা ইউনিয়নের হাওর থেকে আগাম পানি নেমে যাওয়া একই জমিতে শীতকালীন সবজি এবং ধান চাষ করতে পারেন স্থানীয় কৃষকরা। যার ফলে এক মৌসুমে দুই ফসলের অর্থ পাওয়ায় অধিক লাভবান চাষীরা। বাম্পার ফলন এবং বাজারদর ভালো পাওয়ায় ধানের পাশাপাশি হাওরে শীতকালীন সবজি চাষে আগ্রহী হচ্ছে হাওরের কৃষকরা।

চৌগাংগা ইউনিয়নের চন্দপুর হাওরের কৃষক আমির হোসেন বলেন, হাওর থেকে আগাম পানি নেমে যাওয়ায় জমিতে শীতকালীন সবজি ফুলকপি চাষ করেছি। আগাম ফসলের বাজারদর ভালো পাওয়া যাচ্ছে। বাজার সিন্ডিকেট না থাকলে হাওরের সকল কৃষক দ্বিগুণ লাভবান হবে।

আরেক কৃষক সৈকত মিয়া জানান, জমিতে বাম্পার ফলন হয়েছে এবং বাজারদর ভালো কিন্তু দিনদিনই সার, বীজ ও রাসায়নিক কীটনাশকের দাম বেড়ে চলেছে। সরকার যদি এই সবের দাম কমানোর ব্যবস্থা করতো তাহলে চাষীরা আরও লাভবান হতো।

কৃষি উপ-সহকারী অফিসার শফিকুল ইসলাম (স্বপন) জানান, বিনামূল্যে চাষীদের শীতকালীন সবজির প্রদর্শনী দেওয়া হচ্ছে। চাষিদের ফসলের ক্ষয়ক্ষতি কমানোর জন্য সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছি। কৃষকরা যেন ভালো জাতের ফসল উৎপাদন করতে পারেন সেইজন্য চাষীদের নিয়ে নিয়মিত উঠান বৈঠক করা হয়। চলতি মৌসুমে ফুলকপির বাম্পার ফলন হয়েছে এতে চাষীরা খুশি।

ইটনা উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন হাওরে ৫৭০ হেক্টর জমিতে খিরা, মরিচ, পিঁয়াজ, আলু, ফুলকপি-বাঁধাকপিসহ বিভিন্ন জাতের শীতকালীন সবজি চাষ হয়েছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ উজ্জ্বল শাহা বলেন, অধিক লাভের জন্য হাওরের প্রান্তিক কৃষকদের আগাম জাতের ফসল উৎপাদনের পরামর্শ দিয়ে যাচ্ছি। ধানের চেয়ে শীতকালীন সবজিতে লাভ বেশি হওয়ায় চাষিরা আরও বেশি আগ্রহী হচ্ছে। মাঠে ঘুরে ঘুরে দেখা যাচ্ছে চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় শীতকালীন ফসল ভালো হয়েছে, আগামী বছর এর উৎপাদন বাড়বে বলে আশা করি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




নাঙ্গলকোটে পিস্তলসহ সন্ত্রাসী আটক
৩ জানুয়ারী ২০২৫ সকাল ১১:০৩:০৫






ঘন কুয়াশায় কাজিরহাট-আরিচা ফেরি চলাচল বন্ধ
৩ জানুয়ারী ২০২৫ সকাল ০৮:৫৭:০৮