• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে পৌষ ১৪৩১ দুপুর ০১:৩১:১৭ (03-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে পৌষ ১৪৩১ দুপুর ০১:৩১:১৭ (03-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মাধবদীতে আসামী ছিনিয়ে নিতে থানায় হামলা ও ভাঙচুর

৩১ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:৩৮:২৫

মাধবদীতে আসামী ছিনিয়ে নিতে থানায় হামলা ও ভাঙচুর

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে ডাকাতি মামলার আসামী ছিনিয়ে নিতে মাধবদী থানায় হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

৩০ ডিসেম্বর সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্তকে ছিনিয়ে নিতে পারেনি দুর্বৃত্তরা। খবর পেয়ে ডিবি পুলিশ ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার কথা স্বীকার করে অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, হামলায় জড়িত বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে একটি তেলবোঝাই ট্রাক ময়মনসিংহ যাচ্ছিল। তেল বোঝাই ট্রাকটি ঢাকা সিলেট মহাসড়কের মাধবদী এলাকা থেকে ছিনতাই হয়। ওই ঘটনায় তেলের মালিক মাধবদী থানায় অভিযোগ করেন। এরই ভিত্তিতে মাধবদী টাটাপাড়া ৬নং ওয়ার্ডের পৌরসভার সাবেক কমিশনার দেলোয়ার হোসেনের ছেলে তানভীর হোসেনকে আটক করে মাধবদী থানা পুলিশ। এরই জের ধরে দেলোয়ার হোসেন ও তার ছেলে তানভীর হোসেনের সমর্থকরা মাধবদী থানায় হামলা চালায়। ওই সময় থানার জানালার গ্লাসসহ বেশ কিছু স্থানে ভাঙচুর চালায়। পরে ডিবি পুলিশ ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে থানা হাজাতে থাকা অভিযুক্ত তানভীরকে ছিনিয়ে নিতে পারেনি হামলাকারীরা।

এ বিষয়ে মাধবদী থানার ওসি নজরুল ইসলাম বলেন, আসামী ছিনিয়ের নেয়ার জন্য কিছু দুষ্কৃতকারী থানার গেইটে হামলা করেছিল। আমরা অ্যালার্ট ছিলাম। তারা ভেতরে ঢুকতে পারেনি। অভিযুক্তরা থানায় নিরাপদে রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমউল্লাহ বলেন, ৩০ ডিসেম্বর রোববার রাতে ডাকাতি মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আমরা ধারণা করছি, এই দুইটির একটি কারণে দুর্বৃত্তরা থানায় হামলা করেছে। হামলাকারীরা থানার দরজা ও কিছু জানালার গ্লাস ভাঙচুর করেছে। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







নাঙ্গলকোটে পিস্তলসহ সন্ত্রাসী আটক
৩ জানুয়ারী ২০২৫ সকাল ১১:০৩:০৫