নলডাঙ্গা, (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় সেনাবাহিনী ও নলডাঙ্গা থানা পুলিশের যৌথ অভিযানে এক কেজি গাঁজাসহ মাদক সম্রাট মুক্তা আহম্মেদকে (৪৫) গ্রেফতার করা হয়েছে।
৩০ ডিসেম্বর সোমবার গভীর রাতে উপজেলার পশ্চিম মাধনগর কাজিপাড়া থেকে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। তিনি একই গ্রামের কাজিপাড়ার মো. মজিবর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক সম্রাট মুক্তা দীর্ঘদিন ধরে মাদকব্যবসা চালিয়ে আসছিল। ইতোপূর্বে সে গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে এসে আবার মাদক ব্যবসায় জড়িয়ে পরে। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নলডাঙ্গা থানার ফোর্স ও সেনাবাহিনীর টিমসহ নলডাঙ্গার পশ্চিম মাধনগর মুক্তার বাড়িতে তল্লাশি করে এক কেজি গাঁজাসহ মুক্তাকে গ্রেফতার করা হয়।
নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) মনোয়ার জাহান বলেন, মুক্তা আহম্মেদ একাধিক মামলার চার্জশিটভুক্ত আসামি। তাকে আদালতে প্রেরণ হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available