ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: জমকালো আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের ফটিকছড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি স্মরণে ইউনিয়নভিত্তিক ফুটবল টুর্নামেন্টের
ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়েছে।
৩০ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফটিকছড়ি উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠানের ট্রফি উন্মোচন করেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর।
এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড়, চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো. শাহজাহান। তিনি বলেন- ফটিকছড়িতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর শহীদ রাষ্ট্রপতি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করেছেন। এটা প্রশংসার দাবিদার। কেননা তিনি ছাত্র ও যুব সমাজকে মাদক থেকে রক্ষার জন্য এমন টুর্নামেন্ট এর আগেও করেছিল বর্তমানে তা অব্যাহত রেখেছেন। সেইসাথে ছাত্রদলকেও ধন্যবাদ জানাই। এসব টুর্নামেন্ট থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড় উঠে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী বক্তব্যে সরওয়ার আলমগীর বলেন- বিএনপি খেলাধুলার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এ দল সরকার থাকাকালীন খেলাধুলাকে কখনো দলীয়করণ করে নাই, ভবিষ্যতেও করবে না।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মিঞা মোশারাফুল আনোয়ার মশুর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক, টুর্নামেন্টের সদস্য সচিব মহিন উদ্দিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, আবুল কালাম আজাদ, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীন, নুরুল ইসলাম মেম্বার, এস এম শফিউল আলম, নাছির উদ্দীন, মো. এনামুল হক, আবু আজম তালুকদার, আবুল খায়ের, আবু মেম্বার, তৌহিদ মুন্সি, খালেদ বাবুল, নুরুল হুদা, মো. শাহরিয়া, মুনসুর আলম চৌধুরী, এসএম মুনসুর, জালাল চৌধুরী, মো. সাইফুদ্দিন, নাজিম উদ্দীন, দৌলত মিয়া, হাসানুল কবির, শহিদুল ইসলাম, মোজাহারুল ইকবাল লাভলু, একরামুল হক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মীর আলী আকবর, ইউপি সদস্য মো. কাদের, এম এ মাহফুজ, রোকন উদ্দীন, নাজিরহাট পৌর ছাত্রদলের আহ্বায়ক আবু বক্কর মউন মহিন, এম মোজাম্মেল হক অভি প্রমুখ।
উল্লেখ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে ইউনিয়ন ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের খেলা আগামী ২ জানুয়ারি থেকে ফটিকছড়ির মাঠে গড়াবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available