লালমনিরহাট প্রতিনিধি: নেপালের রাজধানী কাঠমান্ডুতে ও পোখারায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অন ক্লাইমেট অ্যাকশন (জলবায়ু পরিবর্তনের উপর বৈশ্বিক সম্মেলন)-২০২৪ প্রতিযোগিতায় অংশ নিয়ে লালমনিরহাটের তিন শিক্ষার্থী দ্বিতীয় স্থান অর্জন করেছে।
তারা হলেন- লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী নাফিসা হোসেন নীলিমা, নুরান আহনাফ বৃন্ত ও মাহবুব রহমান রিজন।
প্রতিযোগিতায় (মাধ্যমিক গ্রুপ) অংশ নিতে বাংলাদেশ থেকে ২৬ ডিসেম্বর কাঠমান্ডুতে যায় তারা। ২৭ ডিসেম্বর সকালে কাঠমান্ডুর স্বস্তিশ্রী গুরুকুল আইবি স্কুলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে মাধ্যমিক গ্রুপে ওয়াল ম্যাগাজিন (দেয়ালিকা) প্রতিযোগিতায় ২২টি দেয়ালিকা প্রদর্শিত হয়। পরে নেপালের পোখারায় একই গ্রুপের দেয়াল পত্রিকা বিভাগে প্রতিযোগিতা হলে সেখানেও তারা দ্বিতীয় স্থান অর্জন করে। এর পাশাপাশি নাফিসা হোসেন নীলিমা আর্ট প্রতিযোগিতায় মাধ্যমিক বিভাগে তৃতীয় স্থান অর্জন করে।
প্রতিযোগিতায় নুরান আহনাফ, মাহবুব রহমান ও নাফিসা হোসেন নীলিমার দল নির্দিষ্ট সাইজের একটি রঙিন দেয়ালিকা প্রস্তুত ও প্রদর্শন করে। প্রস্তুত করা দেয়ালিকায় গ্রিনহাউস ইফেক্ট প্রতিফলিত হয়েছে। তিন শিক্ষার্থী লালমনিরহাটবাসী তথা বাংলাদেশের গর্ব সেইসাথে অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে জানান এ জেলার মানুষেরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available