কটিয়াদি (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসনের উদ্যোগে নতুন প্রজন্মের উদ্যম ও সৃজনশীলতাকে উদযাপন করতে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) হাবিবুল্লা বাহার, কটিয়াদী পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
সভায় জানানো হয়, ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে আগামী এক মাসব্যাপী বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হবে। এর মধ্যে রয়েছে খেলাধুলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম। এসব আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে উৎসাহিত করার পাশাপাশি একটি সৃজনশীল এবং পরিচ্ছন্ন সমাজ গঠনের লক্ষ্যে কাজ করবে কটিয়াদী উপজেলা প্রশাসন।
সভায় আরও বক্তব্য রাখেন কটিয়াদী প্রেস ক্লাবের আহ্বায়ক অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, কটিয়াদী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাহ উদ্দিন ভূঞা সবুজ এবং বৈষম্যবিরোধী ছাত্র রাব্বি।
উৎসব সফল করতে অংশগ্রহণকারী সবাই নিজেদের দৃষ্টিভঙ্গি ও প্রস্তাবনা তুলে ধরেন। এটি শুধু একটি আয়োজন নয়, বরং নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি গড়ার একটি প্রয়াস হিসেবে দেখছেন আয়োজকরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available